
সিরিজের শেষ ম্যাচেও এই উচ্ছ্বাস ধরে রাখতে চায় টাইগাররা
শ্রীলঙ্কায় ইতিহাস গড়া সাফল্যের মাত্র চার দিনের মাথায় পাকিস্তান সিরিজÑ আত্মবিশ্বাসের সঙ্গে শঙ্কাও কম ছিল না। কারণ সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তান হয়ে শ্রীলঙ্কা সফরে এক মাসেরও অধিক সময় বিদেশের মাটিতে স্পোর্টিং কন্ডিশনে খেলে এসে মিরপুরের স্লো-উইকেটের সঙ্গে লিটন দাসের দল কিভাবে মানিয়ে নেয়, সেটিই ছিল বড় প্রশ্ন। টানা দুই জয়ে নিজেদের টি২০ ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের (২-০) পর খোদ বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলও ক্রিকেটাররা এভাবে মানিয়ে নেওয়ায় ভূয়সী প্রশংসা করেছেন।
যদিও হোম অব ক্রিকেটে প্রথম ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘাম ছুটে গেছে টাইগারদের। মাত্র ১৩৪ রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে তারা থামিয়েছে ১২৫ রানে! লো-স্কোরিং দ্বৈরথে ৮ রানের নাটকীয় জয়ে ১ চার ও ৫ ছক্কায় ৫৫ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচসেরা জাকের আলি বলেছেন ৩-০’তে হোয়াইটওয়াশ খুবই সম্ভব। আজও খেলা শুরু সন্ধ্যা ছয়টায়।
গত মে-জুনের ঘটনা। পাঁচ ম্যাচের টি২০ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ওই সময়ের ঠিক আগে ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধের কারণে পরিস্থিতি নিরাপদ ছিল না। এ জন?্য সিরিজ কমিয়ে লাহোরে একই ভেন্যুতে তিনটি ম্যাচ আয়োজন করা হয় এবং পাকিস্তান স্রেফ উড়িয়ে দেয় বাংলাদেশকে। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে লিটনদের। সঙ্গে দুই দলের ব?্যবধানও স্পষ্ট করে। ৭ উইকেট, ৩৭ ও ৫৭ রানÑ পরাজয়ের ব?্যবধানগুলো এতটাই বড় ছিল যে, হারের কোনো ব?্যাখ?্যাই দিতে পারেননি কেউ। দেড় মাসের ব্যবধানে ঠিক একই পরিস্থিতির মুখোমুখি সালমান আগার পাকিস্তান।
তাদের ঘরের মাঠে ডেকে এনে হোয়াইটওয়াশের বদলা হোয়াইটওয়াশেই নেওয়ার অপেক্ষায় টাইগাররা! টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত হলেও প্রতিপক্ষকে এতটুকো হাল্কাভাবে নিচ্ছেন না দ্বিতীয় ম্যাচে জয়ের নায়ক জাকের, ‘লাইটলি নেওয়ার প্রশ্নই ওঠে না। অবশ্যই আমরা জয়ের জন্য নামব। জয় তো জয়ই। শ্রীলঙ্কা হয়ে এ পর্যন্ত আমরা টানা চারটা ম্যাচ জিতেছি। সংখ্যাটা ৫ করতে চাই। শেষ ম্যাচেও অবশ্যই জয়ের জন্য মাঠে নামব।’
এদিন পাওয়ার প্লের মধ্যে ২৮ রান তুলতে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকেই নিচের সারির পার্টনারদের নিয়ে দুর্দান্ত হাফ সেঞ্চুরি দলকে লড়াকু পুঁজি এনে দেন জাকের, ‘এইজ গ্রুপ থেকেই আমার এটা অভ্যাস আছে। আমি এগুলো চিন্তা করি না।’ বলেন ক্রমশ সাহসী হয়ে ওঠা ব্যাটার।
দুটি ম্যাচেই দারুণ বোলিং করেছেন স্পিনার শেখ মেহেদি, পেসার তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, ‘বোলাররা খুব ভালো ক্লিয়ার মাইন্ড। প্ল্যান নিয়ে ক্লিয়ার মাইন্ড। কোচের সঙ্গে ভালো কথা হচ্ছে। বাইরে থেকে প্ল্যানগুলা করে আসছে। সেগুলা কাজে আসছে।’ বলেন জাকের।
টানা তিন সিরিজ আর পাঁচ ম্যাচ ধাক্কা সঙ্গী করে শ্রীলঙ্কায় টি২০ খেলতে নেমে প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এরপর টানা দুই জয়ে প্রথমবারের মতো দ্বীপ-দেশটির বিপক্ষে সিরিজ জয় করে লিটনের দল। ওই সিরিজেই কন্ডিশন এবং প্রয়োজন অনুযায়ী একাদশে পরিবর্তন আনা হয়েছিল। যেটা অব্যাহত থাকে পাকিস্তানে বিপক্ষেও।
প্যানেল হু