ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, মহিলাসহ আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, বেড়া, পাবনা

প্রকাশিত: ১৯:১৯, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ১৯:২০, ২৫ জুলাই ২০২৫

মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, মহিলাসহ আহত ২৫

পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নে মসজিদের বারান্দা করাকে কেন্দ্র করে তাঁরাপুর গ্রামের দুই মসজিদের মুসল্লিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় উভয় পক্ষের ২০–২৫ জন আহত হয়েছে। আহতরা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বগুড়া, পাবনা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টার সময় চাকলা ইউনিয়নের তাঁরাপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় হামলা-পাল্টা হামলা চলে, এতে করে একটি মসজিদ ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শী জানান, বিগত কয়েক বছর যাবৎ তারাপুর গ্রামের ঈদের নামাজ ও মসজিদে মিলাদ-কিয়াম নিয়ে দুই শ্রেণির মুসল্লিদের মাঝে বিরোধ ছিল, যার এক পর্যায়ে একটি গ্রুপ আলাদা মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি নতুন মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নিলে আরেকটি মসজিদের লোকজন একই গ্রামে দুটি মসজিদ নির্মাণের বিরোধিতা করেন। আজ সকালে বারান্দা নির্মাণের কাজ শুরু করলে অন্য পক্ষ বাধা দেয়, তখনই সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয় পক্ষের ১০০–১৫০ জন লোকজন হাঁসুয়া, রামদা, টেটা, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নীলা জানান, চাকলা ইউনিয়নের সংঘর্ষের ঘটনায় ২০–২৫ জন চিকিৎসা নিতে এসেছিলেন। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন, ৩ জন ভর্তি রয়েছেন এবং ৫ জন গুরুতর আহত হওয়ায় বগুড়া ও পাবনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, মিলাদ-কিয়াম নিয়ে ঝামেলা এই গ্রামে পূর্ব থেকেই ছিল। আজ সকালে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখন ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আফরোজা

×