
ছবি: জনকণ্ঠ
ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহ উদ্দিন আইয়ুবী বলেন, “জিপিএ-৫ পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়, কিন্তু জীবন মানে কেবলই একটি নম্বর নয়। যাঁরা কাঙ্ক্ষিত ফল পাননি, তাঁদের হতাশ হওয়ার কিছু নেই। সফলতার মানে হচ্ছে সততা ও দেশপ্রেম নিয়ে এগিয়ে যাওয়া। সংখ্যার চেয়ে আদর্শ অনেক বড়।”
তিনি আরো বলেন, জিপিএ-৫ প্রাপ্তিই জীবনের একমাত্র সাফল্য নয়, বরং আত্মপ্রত্যয়, দেশপ্রেম ও সৎচরিত্রের বিকাশই একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিবির সভাপতি মেহেদী হাসান তুহিন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, এডভোকেট মুহাম্মদ শামস উদ্দীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন শামীম,মো. রেজাউল ইসলাম এবংএডভোকেট মো. আবুল বাশারসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের শিবিরের সাবেক নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কৃতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় অভিনন্দনপত্র ও শুভেচ্ছা স্মারক।
আয়োজকরা জানান, মেধাবীদের উৎসাহ প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
আবির