
ছবি: জনকণ্ঠ
কুমিল্লার লালমাইয়ে এক দুই দিন নয় টানা ৪০ দিন তকবিরে উলার সহিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় বাইসাইকেল উপহার পেয়েছে ৫ শিশু-কিশোর। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার পরতি মধ্যম পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এই বাইসাইকেল উপহার দেন মসজিদ কমিটি ও এলাকাবাসী। বিজয়ীদের মাঝে সাইকেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব মো : আবদুল খালেক মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মো:কবির হোসেন মজুমদার।
মসজিদের ইমাম হাফেজ নাজমুল হাসান আতিকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি মো: জসীম উদ্দীন, সহ-সভাপতি মাস্টার সেলিম, জিল্লুর রহমান নাছির, আবু সালেহ মো: জাফর, দপ্তর সম্পাদক মো: আবদুল আউয়াল, ভূশ্চি বাজারের ব্যবসায়ী সোহেল রানা মজুমদার,হাবিবুল্লাহ মিসবা সহ গ্রামবাসী।
পরতি মধ্যম পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদে জামায়াতের সঙ্গে নামাজ পড়ার প্রতিযোগিতায় অংশ নেয় ১৫ জন শিশু ও কিশোর। শেষ পর্যন্ত ৫জন টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ ওই মসজিদে জামায়াতের সঙ্গে আদায় করেন। বিজয়ীরা হলেন মোহাম্মদ মারুফ, জোবায়ের হোসেন, তানভীর আহমেদ, মোহাম্মদ আবু রায়হান, মোহাম্মদ আব্দুল্লাহ। এছাড়া আরও ৫ জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
নামাজ পড়ে বাইসাইকেল উপহার পাওয়া মোহাম্মদ মারুফ জানান, আমি আল্লাহর উপর ভরসা করে প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করেছি। আলহামদুলিল্লাহ। আমাকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে আমি তাতে খুবই খুশি।
অপর বিজয়ী মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আমি সব সময় জামায়াতে নামাজ আদায় করবো, আমার সমবয়সীদের নামাজ পড়তে উদ্বুদ্ধ করব। আমার কাছে এটা শুধু উপহার নয়, এটা আমার কাছে অনেক কিছু।
মসজিদ কমিটির সেক্রেটারি মো : জসীম উদ্দিন জানান, জামায়াতের সঙ্গে নামাজ আদায়ে উৎসাহিত করতে আমাদের এই উপহার কার্যক্রম। এটি অব্যাহত থাকবে। এর মাধ্যমে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করতে মুসল্লিদের উৎসাহিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সৌদি আরব প্রবাসী আলহাজ্ব মো: কবির হোসেন মজুমদার বলেন, শিশু বয়সেই জামায়াতের সাথে নামাজ আদায় যেন সমগ্র দেশে হয়। এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। আজকের শিশু-কিশোররা যেন আগামীদিনে দিনদার মুসল্লি হয়ে উঠতে পারে সেজন্য এমন আয়োজন অব্যাহত থাকবে।
সাব্বির