
জ্যামাইকায় বুধবার ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিদায়ী ভালোবাসায় সিক্ত আন্দ্রে রাসেল
আগেই ঘোষণা এসেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি টি২০ ম্যাচ খেলেই আন্তর্জাতিক টি২০ থেকে অবসরে যাবেন আন্দ্রে রাসেল। জ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল। সেখানে দাঁড়িয়ে দেশটির ক্রীড়ামন্ত্রী অলিভিয়া গ্রেঞ্জ। দুই পাশে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দল। সিঁড়ি বেয়ে নেমে এলেন আন্দ্রে রাসেল, দেওয়া হলো ‘গার্ড অব অনার’। ক্যারিয়ারের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেও দলকে জেতাতে পারলেন না এই ক্যারিবীয়ান তারকা। পাঁচ ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয়টিতে অজিদের কাছে হেরেছে তারা। এই ম্যাচে ১৫ বল খরচায় ৪টি ছক্কা ও দুই চারে ৩৬ রান করেন রাসেল।
বুধবার সকালে কিংস্টনে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৮ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এদিন ক্যারিবিয়ানদের শুরুটা খারাপ ছিল না। হোপকে সঙ্গে নিয়ে ব্রেন্ডন কিং গড়েন ৪৮ বলে ৬৩ রানের জুটি। ৩৬ বলে ৫১ রান করে আউট হন কিং।
৬৩ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন হোপ। নিজের আন্তর্জাতিক শেষ টি২০ ম্যাচে খেলতে নেমে ঝড় তুলেছেন রাসেল। ২৪০ স্ট্রইকরেটের ইনিংসে তিনি হঁাঁকান দুটি চার ও চারটি ছক্কা। গুদাকেশ মোতি খেলেন ৯ বলে ১৮ রানের ইনিংস। ৮ উইকেটে ১৭২ রানের পুঁজি গড়ে ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনীতে নেমে আবারও ব্যর্থ হলেন ম্যাক্সওয়েল। ১০ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন। অধিনায়ক মিচেল মার্শও সতীর্থের দেখানো পথে হাঁটলেন। ১৭ বলে ২১ রান করেন মার্শ।
দলীয় ফিফটির আগেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর দলের হাল ধরেন জস ইংলিস ও ক্যামেরন গ্রিন। গ্রিন ধীরে খেললেও ঝড়ো গতিতে খেলতে থাকেন ইংলিস। মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি হাঁকান ইংলিস। অস্ট্রেলিয়ার জন্যও ম্যাচটা সহজ হয়ে যায় একটা সময়। তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন ইংলিস ও গ্রিন জুটি। ইংলিস ৩৩ বলে ৭৮ রানের টর্নেডো ইনিংস খেলেন। গ্রিন করেন ৩২ বলে ৫৬ রান।
প্যানেল হু