
২০২৭ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি এশিয়ান কাপের ১৯তম আসর। এবারের আসরে অংশ নেবে মোট ২৪টি দল, যার একটি হতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার পথ সহজ নয়। বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে হংকং, ভারত, সিঙ্গাপুর এবং বাংলাদেশ—চার দলেরই পয়েন্ট সমান ১ করে, ফলে জমে উঠেছে গ্রুপ পর্বের লড়াই।
হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত সোমদের মতো নতুন তারকাদের আগমনে দেশের ফুটবলে বেড়েছে দর্শকদের আগ্রহ। গত মার্চে ভারতের বিপক্ষে ড্র করার পর থেকেই সিঙ্গাপুর ম্যাচ ঘিরে শুরু হয় ব্যাপক উন্মাদনা।
আজ সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দর্শকদের বিপুল আগ্রহে স্টেডিয়ামে উপচে পড়া ভিড় দেখা যায়। অনেক দর্শক টিকিট ছাড়াই প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী লাঠিচার্জ করে।
বাংলাদেশের ফুটবল ইতিহাসে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেলেই চূড়ান্ত পর্বের পথে বড় এক ধাপ এগিয়ে যাবে লাল-সবুজের দল।
রিফাত