ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

যাদবকে অধিনায়ক হিসেবে দেখে বিস্মিত হয়েছেন হার্দিক পান্ডিয়া

প্রকাশিত: ২০:১০, ৩০ জানুয়ারি ২০২৫

যাদবকে অধিনায়ক হিসেবে দেখে  বিস্মিত হয়েছেন হার্দিক পান্ডিয়া

ছবি: সংগৃহীত

 

 

মাত্র এক মাস আগে ৩৪ বছর পূর্ণ করার আগেই সূর্যকুমার যাদবকে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। এটি যে কোনো ক্রিকেটারের জন্য চূড়ান্ত স্বপ্নের মুহূর্ত। বিশেষ করে যদি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র তিন বছর পর এমন সুযোগ আসে।

সূর্যকুমার যাদব প্রথমবার ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মার্চ ২০২১ সালে। এরপর জুলাই ২০২৪-এ তিনি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে যান। এর আগে, তিনি শেষবার ২০২৩ সালের নভেম্বর মাসে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন, যখন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

ভারতীয় ক্রিকেটে এত দ্রুত কাউকে অধিনায়কত্ব দেওয়া বেশ বিরল। তবে সূর্যকুমার যাদব ছিলেন ব্যতিক্রমী এক ক্রিকেটার। গত কয়েক বছরে তিনি নিজেকে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তবুও অধিনায়কত্বের ক্রমে সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়ার পরে ছিলেন। ২০২২ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে হার্দিকই ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন, কারণ রোহিত শর্মা মূলত ওয়ানডে ও টেস্ট ক্রিকেটেই বেশি সময় কাটিয়েছিলেন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপাজয়ী দলে হার্দিক পান্ডিয়া ছিলেন দলের সরকারী সহ-অধিনায়ক, যা তার অধিনায়কত্বের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছিল।

 

ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের জন্য, তাই বিশ্বকাপ জয়ের পরও হার্দিক পান্ডিয়ার পরিবর্তে সূর্যকুমার যাদবকে ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বেছে নেওয়া কিছুটা বিস্ময়কর ছিল।

"সত্যি বলতে, আমি অবাক হয়েছিলাম যে তাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে, কারণ তখন পর্যন্ত হার্দিক পান্ডিয়াই অধিনায়ক হওয়ার প্রধান দাবিদার ছিলেন," বাঙ্গার বলেছেন Star Sports-এর 'Deep Point' শো-তে।

তবে, সাবেক এই ভারতীয় অলরাউন্ডার এখন তার মত পাল্টেছেন। তিনি বলেন, "যে ভাবে সূর্যকুমার দলকে এই পরিবর্তনের মধ্য দিয়ে পরিচালনা করেছেন, তা তার দুর্দান্ত নেতৃত্বগুণের পরিচয় দেয়। এখনো শুরুর দিন, তবে জাদেজা, কোহলি ও রোহিতের অবসরের পর এই তরুণ দলের জন্য তিনিই সেরা নেতা। এটি একটি বড় প্লাস—তিনি এই নতুন প্রজন্মের নেতা হতে পারেন, একজন যিনি তাদের মধ্য থেকেই উঠে এসেছেন।"

 

সূত্র: এইচ টি

সাজিদ

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার