ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রাহায়ণ ১৪৩১

‘আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী’

প্রকাশিত: ২১:২৩, ৮ নভেম্বর ২০২৪

‘আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী’

আলজারি জোসেফ।

‘আমি ব্যক্তিগতভাবে অধিনায়ক শাই হোপ, আমার সতীর্থ ও ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি ওয়েস্ট ইন্ডিজ ভক্তদের কাছেও। আমি বুঝতে পারছি, বিবেচনাবোধের ছোট্ট একটা বিচ্যুতিও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। হতাশার কারণ হয়ে আমি গভীরভাবে অনুতপ্ত।’-বলছিলেন আলজারি জোসেফ। 

তবে শেষ রক্ষা হয়নি, হওয়ার কথাও নয়। ভদ্রলোকের খেলা ক্রিকেটে সবচেয়ে অভদ্র কাজটাই করেছেন ক্যারিবিয়ান পেসার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারনী শেষ ওয়ানডেতে অধিনায়ক শাই হোপের সঙ্গে তর্কে জড়িয়ে মাঠ ধাই ধাই করে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান। অগ্রহনযোগ্য এমন আচেরনে জোসেফকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।   

অধিনায়ক শাই হোপ মন্তব্য করতে রাজি না হলেও প্রধান কোচ ড্যারেন স্যামি ডানহাতি পেসারের এমন আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলেছিলেন।   

বোর্ডের পক্ষে ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোমবে এ প্রসঙ্গে বলেন, ‘আলজারির আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের আচরণ উপেক্ষা করা যায় না। ঘটনার তীব্রতা আমলে আমাদের সুস্পষ্ট ব্যবস্থা নিতে হয়েছে।’

ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে ছিলেন আলজারি। এমন সময় অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করে কিছু একটা ইশারা করে দেখানোর চেষ্টা করছিলেন তিনি। ডানহাতি পেসারের চাওয়া অবশ্য খুব বেশি আমলে নেননি হোপ। ওই ওভারে আলজারির প্রতি ঘণ্টায় ১৪৮ কিলোমিটার গতির শর্ট অব লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন জর্ডান কক্স।

বুক বরাবর বাউন্সারে ইংলিশ ব্যাটারকে ফেরালেও তেমনভাবে উদযাপন করতে দেখা যায়নি ওয়েস্ট ইন্ডিজের এই পেসারকে। বরং সেই মাঠে প্রবেশ করা দ্বাদশ একজন ক্রিকেটারের সঙ্গে নিজের ক্ষোভ প্রকাশ করছিলেন। খানিকটা রাগান্বিত চেহারায় দেখা যাচ্ছিল তাকে। ওভারের বাকি ডেলিভারিগুলো শেষ করেই অধিনায়ক কিংবা কাউকে কিছু না বলে মাঠ ছেড়ে চলে যেতে থাকেন আলজারি।

ডাগ আউট থেকে উঠে এসে স্যামি মাঠে থাকার পরামর্শ দিলেও সেটা না মেনে চলে যান তিনি। ফলে পঞ্চম ওভারে ১০জন ফিল্ডারকে নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। পরবর্তীতে ষষ্ঠ ওভারে মাঠে ফেরেন আলজারি। ইনিংসের ১২তম ওভারের সময়ও মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন ডানহাতি এই পেসার। তার এমন আচরণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছিলেন স্যামি।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৬৩ রানের ‍পুঁজি পেয়েছিল ইংল্যান্ড। যেখান বল হতে ১০ ওভারে ৪৫ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন ২৭ বছর বয়সী আলজারি। সফরকারীদের দেয়া এমন লক্ষ্য সহজেই পেরিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং ও কেচি কার্টির সেঞ্চুরিতে ২-১ এ সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।

মিরাজ/ রিয়াদ

×