ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

প্রথমবারের মত নারী বিশ্বকাপে চমক,থাকছে স্মার্ট রিপ্লে সিস্টেম

প্রকাশিত: ২১:২৭, ২ অক্টোবর ২০২৪; আপডেট: ২১:২৯, ২ অক্টোবর ২০২৪

প্রথমবারের মত নারী বিশ্বকাপে চমক,থাকছে স্মার্ট রিপ্লে সিস্টেম

হক আই নিয়ন্ত্রণ কক্ষ

বৃহস্পতিবার আরব আমিরাতে শুরু হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ আসরের মধ্য দিয়ে এবারই প্রথম কোনো আইসিসি ইভেন্টে ব্যবহৃত হবে ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’। দ্য হানড্রেড ও আইপিএলে ব্যবহার হওয়া এ প্রযুক্তির অধীনে ২৮টি ক্যামেরার সহায়তায় মাঠে থাকা আম্পায়ারদের তাৎক্ষণিক তথ্য দিতে থাকবে দুই হকআই অপারেটর। বুধবার এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি।

২৩ ম্যাচের সবগুলোতেই থাকবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।  মাঠে ব্যবহৃত হবে অন্তত ২৮টি ক্যামেরা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টিভি আম্পায়ারকে নিখুঁত সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য ডিআরএসে এবার হক-আই স্মার্ট রিপ্লে সিস্টেম থাকবে। যার ফলে তাৎক্ষণিকভাবে বিভিন্ন এঙ্গেল থেকে ফুটেজ পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন আম্পায়াররা।

স্মার্ট রিপ্লে সিস্টেমের অংশ হিসেবে টিভি আম্পায়ারের কক্ষে দুজন হক-আই অপারেটর সার্বক্ষণিক উপস্থিত থাকবেন।  ফলে তৃতীয় আম্পায়ার ও হক-আই অপারেটরদের মাঝে সংযোগ স্থাপনের জন এখন আর টিভি ব্রডকাস্ট পরিচালকের প্রয়োজন পড়বে না। এখন যে কোনো বলের রিপ্লে দেখতে নিজের কক্ষে থাকা হক-আই পরিচালনা ব্যক্তিদের কাছ থেকে সরাসরি ফুটেজ পেয়ে যাবেন টিভি আম্পায়ার।

স্টাম্পিংয়ের আবেদন দেখার ক্ষেত্রে স্মার্ট রিপ্লে সিস্টেমে ‘ট্রাই-ভিশনের’ মাধ্যমে সাইড-অন ক্যামেরার পাশাপাশি একই ফ্রেমে ফ্রন্ট-অন ক্যামেরার ফুটেজও দেখতে পাবেন টিভি আম্পায়াররা। ফলে ঠিক কোন সময় বেলস পড়েছে তা বুঝতে আরও সুবিধা হবে। । আগে স্ট্যাম্প ক্যামেরায় প্রতি সেকেন্ডে ৫০ ফ্রেমের ফুটেজ পেতেন আম্পায়াররা। এখন হক-আই ফ্রন্ট-অন ক্যামেরার ব্যবহারের ফলে প্রতি সেকেন্টে ৩০০ ফ্রেমের ফুটেজ পাওয়া যাবে। ফলে সিদ্ধান্ত হবে আরও নিখুঁত। উল্লেখ্য গত আসরের মতো এবারও আম্পায়ার প্যানেলের পুরোটাই সাজানো হয়েছে নারীদের নিয়ে।
 

ফুয়াদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার