ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বেলিংহামের বাজিমাত

প্রকাশিত: ০০:৫০, ৩০ মে ২০২৪

বেলিংহামের বাজিমাত

জুড বেলিংহাম

স্প্যানিশ লা লিগায় অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। প্রথম মৌসুমেই ২০ বছর বয়সী এই তারকা লা লিগার মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন। ভোটে সেরা নির্বাচিত হওয়ার পর বেলিংহাম কৃতজ্ঞতা জানিয়েছেন তার সতীর্থ, কোচিং স্টাফ ও ক্লাবের সমর্থকদের প্রতি।

লা লিগার সব ক্লাবের অধিনায়ক, বিশেষজ্ঞ প্যানেল ও সমর্থকদের ভোটে নির্বাচিত করা হয় সেরা ফুটবলারকে। ভোটে বেলিংহাম পেছনে ফেলেছেন সতীর্থ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র, অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার অ্যান্টোনিও গ্রিজম্যান, জিরোনার ফরোয়ার্ড আর্টেম ডোভিক ও বার্সিলোনার ফরোয়ার্ড রবার্ট লেভানডোস্কিকে।
এবারের লা লিগায় ২৮ ম্যাচ খেলে ১৯ গোল করেছেন বেলিংহাম। গোলে সহায়তা করেন ছয়টি। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালে প্রথম মৌসুমে তার গোল ২৩টি। গোলে সহায়তা করেছেন ১২টিতে। চোখ ধাঁধানো এমন পারফরম্যান্স তাকে এনে দিয়েছে মৌসুম সেরার স্বীকৃতি।

×