
সুনামগঞ্জের রাগবি কোচেস কোর্সে অংশ নেবেন ১০ প্রশিক্ষণার্থী
বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশের ৫টি জেলায় গ্রাসরুটস লেভেল রাগবি কোচেস কোর্স ফরিদপুর জেলায়-১০ (৮-৯ডিসেম্বর,২০২৩), নড়াইল জেলায় ১০ (২৪-২৫ ডিসেম্বর, ২০২৩), সাতক্ষীরা জেলায় ১০ (২৯-৩০ ডিসেম্বর, ২০২৩), চাঁপাইনবাবগঞ্জ জেলার সন্তোষপুরে (১২-১৩ জানুয়ারি, ২০২৪) এবং রাজশাহী জেলার রাজাপুরে (১৮-১৯ জানুয়ারি, ২০২৪) ৫টি স্থানে মোট ৫০ প্রশিক্ষণার্থীদের নিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
পর্যায়ক্রমে এই কোর্সটি ৬৪ জেলার বিভিন্ন স্থানে পরিচালনা করা হবে এবং ষষ্ঠ কোর্সটি ২২-২৩ মে পর্যন্ত রাগবি রিজিওনাল ডেভেলপমেন্ট অফিসার ও কোচ জামিল হোসেনের তত্ত্ববধানে ১০ প্রশিক্ষণার্থী নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে রাগবিকে তৃণমূলে পৌঁছে দেয়ার জন্য প্রশিক্ষক তৈরি করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে, যা বাংলাদেশে রাগবি উন্নয়নে ব্যাপক প্রসার ঘটাবে।
রুমেল খান