ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কাপ নিয়ে ঘুমাচ্ছেন মেসি!

প্রকাশিত: ১৯:১৯, ২০ ডিসেম্বর ২০২২

কাপ নিয়ে ঘুমাচ্ছেন মেসি!

কাপ নিয়ে ঘুমাচ্ছেন ক্লান্ত মেসি

টানা ৩৬ বছর পর কাঙ্খিত সেই বিশ্বকাপ ধরা দিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনার জালে। আর এই কাপটি মেসির প্রাপ্য বলে মনে করেন তার ভক্ত ও শুভাকাঙ্খিরা। অবশেষে চমৎকার খেলা উপহার দিয়ে মেসি সেই কাপ জয় করে নিয়েছেন।  

এদিকে, বিশ্বকাপের সেই ট্রফি নিয়ে ব্যক্তিগত ভাবে সময় কাটাচ্ছেন মেসি! এমনকি এই কাপ নিয়ে তিনি ঘুমান ও নিত্যদিনের সঙ্গী! মেসিকে দেখে সেটাই মনে হচ্ছে।

লিওনেল মেসি তার ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে কাপ নিয়েই মেসি ঘুমাচ্ছেন। এটি যেন তার এখন নিত্যদিনের সঙ্গী।

বিশ্বকাপে বিশাল ধকল গেছে মেসিদের শরীরের ওপর দিয়ে। টানা তিনদিন হয়তো ঘুমছাড়াই উৎসবের মধ্য দিয়ে কাটাতে হয়েছে। দোহা থেকে গতকাল সকালেই দেশের উদ্দেশ্যে বিমানে ওঠে মেসি এবং তার বিশ্বজয়ী দল।

আজ মঙ্গলবার ইতালির রোম থেকে ভোরের আলো ফোটার আগেই আর্জেন্টিনা দল পৌঁছে যায় দেশের মাটিতে। বিশ্বজয়ীদের বরণ করে নিতে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ।

দীর্ঘ বিমানভ্রমণ, উদযাপনের ক্লান্তি শেষে খানিক বিশ্রামের সুযোগ পেয়েই মেসির শরীর হেলে পড়ে বিছানায়। অধরা বিশ্বকাপ হাতের মুঠোয় আসার পর মেসি যেন সেটি ছাড়বেনই না। ঘুমানোর সময় সেটি তার নিজের কাছে থাকা ছাই। সেই ট্রফিকে পাশে নিয়েই এক সময় ঘুমিয়ে পড়েছেন বিশ্বসেরা এই তারকা। মেসি নিজেই ট্রফি পাশে নিয়ে ঘুমানোর ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার