ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিকেএসপির ইতিহাসের প্রথম “ব্লু” জিতলেন আরচার দিয়া সিদ্দিকী

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২০:৩২, ১ জুলাই ২০২২

বিকেএসপির ইতিহাসের প্রথম “ব্লু” জিতলেন আরচার দিয়া সিদ্দিকী

নারী আরচার দিয়া সিদ্দিকী

 ক্রীড়াক্ষেত্রে সম্মানজনক ব্লু প্রবর্তন করলো দেশের একমাত্র ক্রীড়া বিজ্ঞানের প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ২০২১ সাল থেকে তাদের শিক্ষার্থীদের মধ্যে সেরা একজনকে ব্লু প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম বছরেই এই বিশেষ সম্মান পেয়েছেন দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকী। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ব্লু এবং আরও দুই ক্যাটাগরিতে পাওয়া খেতাবধারীদের সম্মাননা তুলে দেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাজহারুল হক। সারাদেশের ২১ ডিসিপ্লিনের ১৫০০ ক্রীড়াবিদের মধ্যে সেরা হন আরচার দিয়া। ২০২১ সালে সুইজারল্যান্ডের লুজানে আরচারি ওয়ার্ল্ড কাপ স্টেজ- তে রিকার্ভ মিশ্র দ্বৈতে রোমান সানার সঙ্গে রুপা জেতা, টোকিও অলিম্পিকে অংশ নেয়া এবং ঘরোয়া আন্তজার্তিক অঙ্গনে ভালো ফলাফল করার কারণে। দিয়া বিকেএসপি থেকে এবার এইচএসসি পরীক্ষা দেবেন।

এছাড়া জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় নৈপুণ্য দেখানোয় তিন ক্রীড়াবিদকে দেয়া হয়েছে কালার তারা হলেন-দেশের দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান এবং দুই সাঁতারু মো. হোসাইন আমিরুল ইসলাম। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে পুরস্কারও দেয়া হয়। এছাড়াও ১২ ক্রীড়াবিদকে ইনসিগনিয়া ব্যাজ পরিয়ে দেওয়া হয়। ৩০ জনকে দেওয়া হয়েছে বিভিন্ন ক্রীড়া বিভাগের শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার। ব্লু পেয়ে উছ¡সিত দিয়া সিদ্দিকী বলেন, ব্লু চালু করেছে বিকেএসপি। এটা খুবই ভাল খবর। আরও ভাল লাগছে প্রথম ব্লু আমি পাওয়ায়। এখন প্রতি বছর কেউ না কেউ ব্লু পাবেন। তবে আমি প্রথম পেয়েছি, সেটা সবাই মনে রাখবে। আমার দারুণ ভালো লাগছে। এই সম্মান আমাকে আরোও ভালো খেলতে অনুপ্রাণিত করবে। ২০২২ সালের ব্লু এবং অন্যান্য সম্মাননা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রদান করা হবে বলে বিকেএসপি সূত্রে জানা গেছে।

 

×