ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অধিনায়ক পান্ডিয়ার অনন্য কীর্তি

প্রকাশিত: ০০:০৬, ২৮ জুন ২০২২

অধিনায়ক পান্ডিয়ার অনন্য কীর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ যে কোন পজিশনে দুর্দান্ত ব্যাটিং, সঙ্গে কার্যকর পেস বোলিং। উপমহাদেশের দলগুলোতে এমন অলরাউন্ডারের দেখা মেলে কালেভদ্রে। অনেকে তাই হারদিক পান্ডিয়ার মাঝে গ্রেট কপিল দেবকে খুঁজে পাচ্ছিলেন। অভিষেকের প্রথম কয়েক বছর সমানে দ্যুতি ছড়িয়েছেন। সেই তিনিই অখেলোয়াড় সুলভ আচরণ ও ইনজুরির কারণে হারিয়ে যেতে বসেছিলেন। এবারের আইপিএল সামনে থেকে নেতৃত্ব দিয়ে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সকে শিরোপা উপহার দিয়েছেন, ফিরেছেন দারুণভাবে। আবার ডাক পেয়েছেন জাতীয় দলে। আয়ারল্যান্ড সফরে নেতৃত্ব দিচ্ছেন দ্বিতীয় সারির দলটিকে। সেখানেই গড়েছেন অনন্য এক কীর্তি। বৃষ্টিবিঘিœত প্রথম টি২০ ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে ভারত। ২ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেয়া পান্ডিয়া ব্যাটিংয়ে ১২ বলে ১ চার ও ৩ ছক্কায় করেন ২৪ রান। দেশটির প্রথম অধিনায়ক হিসেবে টি২০তে উইকেট শিকার করে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। এমন কীর্তি নেই আর কারও। এর আগে বীরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও ঋষভ পন্থ ভারতের টি২০ দলের অধিনায়কত্ব করেন। কিন্তু তাদের কেউই কোন উইকেট পাননি। ‘জয় দিয়ে সিরিজ শুরু করা দারুণ। আমাদের জন্য একটি দল হিসেবে এটি খুব গুরুত্বপূর্ণ। খুব খুশি।’ বলেন পান্ডিয়া। বৃষ্টির বাগড়ায় ১২ ওভারে নেমে আসা ম্যাচে হ্যারি টেক্টরের (৩৩ বলে ৬৪*) হাফ সেঞ্চুরির সৌজন্যে ৪ উইকেটে ১০৮ রান করে আইরিশরা। জবাবে ৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দীপক হুদা ৪৭ ও ইশান কিষান করেন ২৬ রান। ১১ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা লেগস্পিানর যুবেন্দ্র চাহাল।
×