ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ব্যাটিংয়ে-বোলিংয়ে ভাল করতে চান সৌম্য

প্রকাশিত: ২০:৫৩, ২৩ নভেম্বর ২০২০

ব্যাটিংয়ে-বোলিংয়ে ভাল করতে চান সৌম্য

স্পোর্টস রিপোর্টার ॥ টপঅর্ডার মারকুটে ব্যাটসম্যান হিসেবেই পরিচিতি পেয়েছিলেন সৌম্য সরকার। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের আগে হুট করেই জাতীয় দলে ডাক পেয়ে যান এ বাঁহাতি ওপেনার। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে টানা কিছুদিন দুর্দান্ত কিছু ইনিংস খেলেছেন তিনি। তবে এরপর ধারাবাহিক হতে নিয়মিত লড়তে হয়েছে তাকে। ব্যাটিংয়ে বিভিন্ন সময় পজিশন বদলে যাওয়ার পাশাপাশি মিডিয়াম পেসার হিসেবেও আবির্ভূত হয়েছেন প্রয়োজনের সময়। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি২০ কাপে ব্যাটিংয়ে ভাল কিছু করতে চান তিনি। গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে এই আসরে খেলবেন। ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিলেও দলের প্রয়োজনে বোলিংয়েও অবদান রাখতে চান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন প্রায়ই সৌম্যকে বোলিং করতে দেখা যায়। প্রয়োজনীয় মুহূর্তে অনেক সময়ই কার্যকর ভূমিকা রাখে তার মিডিয়াম পেস। কিন্তু ব্যাটিংয়ে যে ধার নিয়ে আবির্ভূত হয়েছিলেন সৌম্য সাম্প্রতিক সময়ে সেই ধারালো ভাবটা নেই। এর মূল কারণ নিয়মিত ব্যাটে রান না পাওয়া। গত মাসে বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে সিরিজেও ব্যর্থ ছিলেন তিনি। এ বিষয়ে সৌম্য বলেন, ‘নতুন টুর্নামেন্ট তো, ভাল করার চেষ্টা করব। প্রেসিডেন্টস কাপের পারফর্মেন্স ভাল ছিল না। অবশ্যই এবার চেষ্টা করব ওইটাকে পেছনে ফেলে যেন এই টুর্নামেন্টটা অনেক ভাল কাটাতে পারি।’ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করছেন তিনি নিয়মিত। এ বিষয়ে সৌম্য বলেন, ‘যেহেতু এখন বল করি, বলটাও করব ব্যাটিংয়ের পাশাপাশি। যে কোন টুর্নামেন্টেই তো একটা লক্ষ্য থাকে। আমার নিজেরও একটা লক্ষ্য আছে। চেষ্টা করব লক্ষ্যটা পূরণ করার। বোলিং যখনই করব চেষ্টা করব বোলিং পারফর্মেন্সেও যেন নিজের পারফর্মটা হয়।’
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!