ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আইপিএলে হার দিয়ে শুরু সাকিবের হায়দরাবাদের

প্রকাশিত: ১০:০১, ২৫ মার্চ ২০১৯

 আইপিএলে হার দিয়ে শুরু সাকিবের হায়দরাবাদের

শাকিল আহমেদ মিরাজ ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রবিবার নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হেরে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের (৫৩ বলে ৮৫) ঝড়ো হাফ সেঞ্চুরি ও বিজয় শঙ্করের (২৪ বলে ৪০*) কার্যকর ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮১ রানের স্কোর গড়ে হায়দরাবাদ। জবাবে নীতিশ রানা (৪৭ বলে ৬৮) ও আন্দ্রে রাসেলের (১৯ বলে ৪৯*) চমৎকার ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ২ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় দীনেশ কার্তিকের কলকাতা। ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি সাকিব আল হাসান। তবে তার করা শেষ ওভারেই জয় হাতছাড়া হয় হায়দরাবাদের। শেষ ওভারে ৪ বলে দুটি ছক্কা খেয়েছেন সাকিব। ৩.৪ ওভার বোলিং করে ৪২ রান দিয়ে ১ উইকেট পাওয়া বাংলাদেশী তারকা মোট ছক্কা হজম করেছেন ৫টি। প্রথম বাংলাদেশী হিসেবে এদিন কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে খেলার শুরুতে ঘণ্টা বাজানোর সুযোগ পান সাকিব আল হাসান। টস হেরে ব্যাটিং পাওয়া হায়দরাবাদকে ভাল শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার। যেখানে ইনজুরি কাটিয়ে ফেরা ওয়ার্নার ছিলেন দুর্দান্ত। প্রথম ওভারে একটু রয়ে সয়ে খেলেছেন। অন্য প্রান্তে জনি বেয়ারস্টো ধীরস্থির হয়েই খেললেন পুরো ইনিংসে। তবু যে হায়দরাবাদের রানের চাকাটা এভাবে ছুটেছে, এর পেছনে ওয়ার্নারই মূল ভূমিকা রেখেছেন। পাওয়ার প্লে’র মধ্যেই পঞ্চাশ পেরিয়ে গেছে তার দল। ১১তম ওভারে এক শ’ পেরিয়ে গেছে হায়দরাবাদ। এর মাঝেই ফিফটি হয়ে গেছে ওয়ার্নারের। ৩১ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ৮ চার ও ১ ছক্কায়। দলকে ১১৮ রানে রেখে ফিরেছেন বেয়ারস্টো (৩৯)। ১৬তম ওভারের শেষ বলে ফিরলেন ওয়ার্নারও। ফিফটির পর ৩৫ রান তুলেছেন ৩২ বলে। চার মেরেছেন মাত্র একটি, তবে দুই ছক্কায় ভয়ই দেখাচ্ছিলেন। আন্দ্রে রাসেলের বলে ওয়ার্নারের (৫৩ বলে ৮৫) বিদায়ের পর আর দ্রুত রান তুলতে পারেনি হায়দরাবাদ। শেষ ৪ ওভারে মাত্র ৩৭ রান এসেছে। সেটাও শেষ ওভারে ১১ রান তোলার পর। বহুল আলোচিত বল টেম্পারিংয়ের কারণে এক বছরের জন্য নিষিদ্ধ ওয়ার্নার গত আইপিএলে খেলতে পারেনি। বাংলাদেশে অনুষ্ঠিত গত বিপিএল দিয়ে মাঠে ফিরলেও ইনজুরির কারণে টুর্নামেন্ট শেষ করতে পারেননি। ফিট হয়ে এবার আইপিএলে প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। ওদিকে দল হারলেও জন্মদিনে দারুণ এক সম্মানই পেয়েছেন সাকিব। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে বছর দুয়েক আগে স্থাপন করা হয় ঘণ্টা। ‘ক্রিকেটের মক্কা’ খ্যাত ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অনুসরণে এই ঘণ্টা স্থাপন করা হয়েছিল ইডেনে। বিখ্যাত সব ক্রিকেটাররা এই ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করেছেন। সেই বিরল সম্মান এবার পেলেন বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’। প্রথম বাংলাদেশী হিসেবে ইডেনের ঘণ্টা বাজল তার হাতে। বিশ্বসেরা অল-রাউন্ডারের এদিন ছিল ৩৩তম জন্মদিন; এই কারণেই তার হাতে ঘণ্টা বাজানোর দায়িত্ব তুলে বিরল সম্মান জানিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ এবং ইডেন গার্ডেন্স কর্তৃপক্ষ। উল্লেখ্য, বিশ্বের তৃতীয় মাঠ হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও ঘণ্টা স্থাপন করা হয়েছে। গত বছর জিম্বাবুইয়ের বিপক্ষে ঘণ্টা বাজিয়ে এই মাঠের দেশের অষ্টম ভেন্যু হিসেবে সিলেটের টেস্ট অভিষেক হয়েছিল। সিলেটে এই ঘণ্টা প্রথম বাজিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।
×