ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের এশিয়ান কাপের ড্র পট চূড়ান্ত

এবার এশিয়ার মঞ্চ মাতানোর লক্ষ্য আফঈদাদের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪২, ২৪ জুলাই ২০২৫

এবার এশিয়ার মঞ্চ মাতানোর লক্ষ্য আফঈদাদের

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

সম্প্রতি ইয়াঙ্গুনে এএফসি নারী এশিয়ান কাপের বাছাই খেলে মূল পর্বের টিকিটি নিশ্চিত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তার রেশ শেষ না হতেই ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী সাফে চ্যাম্পিয়ন হয়েছে কিশোরীরা। তবে সবকিছু এগোচ্ছে এশিয়া কাপে চোখ রেখেই। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়া কাপে ভালো করলে সুযোগ থাকবে বিশ্বকাপে খেলার। মিয়ানমার থেকে এশিয়া কাপের টিকিট নিয়ে ফেরা মেয়েদের সংবর্ধনার মঞ্চেই অধিনায়ক আফঈদা খন্দকার, তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা দৃঢ়কণ্ঠে বিশ্বকাপে খেলার স্বপ্নের কথা বলেছিলেন।

আগামী বছর ১-২১ মার্চ সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে হবে নারী এশিয়া কাপের ২১তম আসর। যেখানে বাংলাদেশসহ অংশ নেবে এশিয়ার শীর্ষ ১২টি দল। নারী এশিয়ান কাপের ড্রকে সামনে রেখে দলগুলো পট চূড়ান্ত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ২৯ জুলাই সিডনিতে হবে আনুষ্ঠানিক ড্র। জানা যাবে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রথমবার প্রতিপক্ষ হিসেবে কাদের পাচ্ছে আফঈদারা।
‘আমাদের এশিয়া কাপে খেলার লক্ষ্য ছিল। সেটা আমরা অর্জন করেছি। কিন্তু এখানেই থেমে থাকতে চাই না। লক্ষ্য এশিয়ার মঞ্চে নিজেদের সেরাটা দিয়ে আরও সামনে এগিয়ে যাওয়া। বিশ্বকাপে খেলা।’ এএফসির নিউজ ফিডে বলছিলেন আফঈদা। চূড়ান্ত ড্রয়ে চারটি করে দল তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দলের সঙ্গে তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দলসহ মোট আটটি দল নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

চীন, উত্তর ও দক্ষিণ কোরিয়া গত আসরের শীর্ষ তিন দল ও অস্ট্রেলিয়া স্বাগতিক হওয়ায় সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।। বাকি ৮ দল বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। ১২ জুন ফিফা নারী দলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল। সেই র‌্যাঙ্কিং অনুযায়ী এশিয়া কাপ নিশ্চিত করা ১২ দলকে চার পটে রাখা হয়েছে। নয়বারের চ্যাম্পিয়ন চায়না এবারও শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে। এশিয়ান একমাত্র দল হিসেবে ফিফা নারী বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে জাপানের। যে কারণে ২০১৪ ও ২০১৮ এশিয়ান কাপ বিজয়ী হিসেবে জাপানও ছেড়ে কথা বলবে না।

এদিকে ২০২২ সালের রানার্সআপ কোরিয়া আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে মাঠে নামবে। এ নিয়ে টানা ১৪তম বারের মতো এশিয়ান কাপে মাঠে নামতে যাওয়া কোরিয়ার চোখ থাকবে আসরের প্রথম শিরোপার দিকেই। ২০২৬ আসর প্রথমবারের মতো স্বাগত জানাবে অভিষিক্ত বাংলাদেশকে। বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে পেছনে ফেলে গ্রুপ-সির শীর্ষ দল হিসেবে লাল-সবুজের প্রতিনিধিরা অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করেছে। 
এদিকে নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সফল মিশন শেষে বিশ্রামের সুযোগ নেই আফঈদাদের। ঠিক পনেরো দিন পরই লাল-সবুজ জার্সিধারী মেয়েরা মাঠে নামবে এশিয়ান মঞ্চে। আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে বসবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ। বয়সভিত্তিক এই এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা শুরু হচ্ছে ২ আগস্ট। বাংলাদেশ পড়েছে ‘এইচ’ গ্রুপে। খেলা হবে লাওসে। গ্রুপ প্রতিপক্ষ লাওস ছাড়াও আছে দক্ষিণ কোরিয়া তিমুর লেস্তে। বাছাই পর্ব হবে ৮ গ্রুপে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন ও তিনটি সেরা রানার্সআপ দল উঠবে চূড়ান্ত পর্বে। যেখানে সরাসরি খেলবে স্বাগতিক থাইল্যান্ড।

প্যানেল হু

×