ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আচমকা নিষিদ্ধ রাবাদা

প্রকাশিত: ২১:১৬, ৩ মে ২০২৫

আচমকা নিষিদ্ধ রাবাদা

ড্রাগ নিয়ে ঝামেলায় প্রোটিয়া তারকা

আইপিএলে কাগিসো রাবাদাকে ২০২২ আসরের মেগা নিলাম থেকে দলে টানে সেবার চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। দলটির হয়ে চলতি আসরে মাত্র দুটি ম্যাচ খেলেন দক্ষিণ আফ্রিকান এই তারকা পেসার। এরপর গত ৩ এপ্রিল হঠাৎ করেই ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে নিজ দেশে ফিরে যান তিনি।

তবে শনিবার (৩ মে) ইএসপিএন ক্রিকইনফো-র এক প্রতিবেদনে চমকপ্রদ তথ্য উঠে আসে—রাবাদা ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন এবং সাময়িক নিষিদ্ধ হয়েছেন।

২৯ বছর বয়সী এই ডানহাতি পেসার নিজেও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এটি ছিল একটি রিক্রিয়েশনাল ড্রাগ, কোনো পারফরম্যান্স বর্ধক ওষুধ নয়। রাবাদা জানান, এটি তিনি সেবন করেছিলেন এসএ-২০ লিগে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময়।

নিজের ভুল স্বীকার করে রাবাদা বলেন, যাদের মনে কষ্ট দিয়েছি, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই খেলাটা ব্যক্তির চেয়ে সবসময় বড়। বর্তমানে আমি সাময়িক নিষেধাজ্ঞায় আছি এবং অপেক্ষা করছি—যে খেলাটাকে এত ভালোবাসি, সেখানে ফেরার।

নিষেধাজ্ঞার কারণেই আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এখন তার ভবিষ্যৎ মাঠে ফেরার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
 

মিরাজ/এসএফ 

×