ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

টিম ম্যানেজার থেকে নাফীসকে সরিয়ে দিল বিসিবি

প্রকাশিত: ১৯:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০২৩

টিম ম্যানেজার থেকে নাফীসকে সরিয়ে দিল বিসিবি

নাফীস ইকবাল।

বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজারের পদ থেকে সাবেক ক্রিকেটার নাফীস ইকবালকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) টিম ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তামিম ইকবালের ভাই নাফিসকে।

জানা যায়, ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসানের চাপে ম্যানেজারের পদ থেকে নাফীসকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে বোর্ড। ম্যানেজারের পদে থাকছেন না জানার পরে নাফীস বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে চলাকালীন দল ছেড়ে চলে গেছেন। 

গত বছরের টি-২০ বিশ্বকাপের পর বাংলাদেশ দলের ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। তার জায়গায় ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভারপ্রাপ্ত লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয় নাফীসকে। এরপর থেকে টানা দায়িত্ব পালন করে গেছেন তিনি। 

নাফীস ইকবাল বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালের বড় ভাই। ৩৭ বছর বয়সী সাবেক এই ওপেনার জাতীয় দলের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন।

 

এম হাসান

×