ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাকিবের বাবার নাম নিয়ে ‘বিতর্কে’ যা জানাল বিসিবি

প্রকাশিত: ২০:৫২, ১৮ সেপ্টেম্বর ২০২২

সাকিবের বাবার নাম নিয়ে ‘বিতর্কে’ যা জানাল বিসিবি

সাকিব আল হাসান

ক্রিকেটার সাকিব আল হাসানের পিছু ছাড়ছেনা সমালোচনা ও বিতর্ক। শেয়ার বাজার কেলেঙ্কারিতে নাম আসাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন তিনি। 

এবার বিতর্কে জড়িয়েছেন তার বাবার নাম নিয়ে। শেয়ার মার্কেট লাইসেন্স পেতে তার জন্মদাতা পিতার নাম পরিবর্তনের অভিযোগ উঠেছে। দেখা যায়, শেয়ারবাজারে ব্যবসা করার জন্য মোনার্ক হোল্ডিংসের অফিসিয়াল নথিতে বাবার নাম জাল করেছেন দেশের সেলিব্রিটি এই ক্রিকেটার। খন্দকার মাশরুর রেজার পরিবর্তে তার বাবার নাম কাজী আবদুল লতিফ বলে উল্লেখ করেছেন সাকিব।

সাকিবের দাবি, তিনি কোথাও আবদুল লতিফ নাম ব্যবহার করেননি। কোনো ভুল হলে তার কোম্পানি তা সংশোধন করবে। 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। তাই এ বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘এটা সম্পূর্ণ বাইরের ব্যাপার। যাকে (সাকিব) নিয়ে আপনারা বলছেন তিনি নিজেও এখন দেশের বাইরে আছেন, যতটুকু জানি। আপনারা যেভাবে শুনেছেন, আমরাও সেভাবে শুনেছি। এই বিষয় নিয়ে তাই এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না।’

এদিকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। খেলার কথা রয়েছে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজে সাকিব থাকবেন কি না সে বিষয়ে তিনি বলেন,‘না কোনো আপডেট নেই (সাকিবের থাকা না থাকা)। আগেও বলেছি তাকে আমরা এনওসি দিয়েছি অনেক আগেই, বাইরের একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য। যেহেতু এটা আমাদের হুট করে নেওয়া সিদ্ধান্ত সে ক্ষেত্রে তাকে সিরিজে রাখা হবে কি না সেটা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে।’ 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×