ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গৌতম পাণ্ডে

ঈদে মুক্তির মিছিলে চার চলচ্চিত্র ॥ আলোচনায় বিগ বাজেটের তিন ছবি

প্রকাশিত: ০০:৪০, ১ মে ২০২২

ঈদে মুক্তির মিছিলে চার চলচ্চিত্র ॥ আলোচনায় বিগ বাজেটের তিন ছবি

দরজায় কড়া নাড়ছে ঈদ-উল-ফিতর। ঈদ মানে আনন্দ। আর সেই আনন্দের অন্যতম অনুষঙ্গ হলে গিয়ে নতুন সিনেমা উপভোগ। এগুলো এক প্রকার ম্লান হতে বসেছে। ঈদ আসলে কোন এক সময় পত্র-পত্রিকা থেকে শুরু করে সারাদেশে শোরগোল পড়ে যেত। কোন হলে কোন ছবি চলবে এটা নিয়ে সিনেমাপ্রেমীদের আলোচনার শেষ ছিল না। এখন এটা প্রায় বিলুপ্ত। কোথাও ঈদের ছবির তেমন কোন প্রচার চোখে পড়ছে না। দেশে ঈদ কেন্দ্রিক সিনেমার বাজার গত দু’বছর ধরে খুব একটা ভাল নয়। যার প্রধান কারণ করোনা মহামারী। তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন। দেশে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এরইমধ্যে চলতি বছরে কয়েকটি সিনেমা মুক্তি হওয়ায় চলচ্চিত্রাঙ্গনের অবস্থা সচল হয়ে উঠেছে। যদিও সেগুলো তেমন ব্যবসা সফল হয়ে উঠেনি। তবে আশার আলো হয়ত দেখা যাবে এবার ঈদ-উল-ফিতরে। ঈদ উপলক্ষে প্রতিবছরই বেশি সিনেমা থাকে শাকিব খানের। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে চার সিনেমা। এর মধ্যে বিগ বাজেটের তিনটি। শাকিব খান অভিনীত ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘শান’। এছাড়া মুক্তি পাচ্ছে জুয়েল ফারসী পরিচালিত সিনেমা ‘বড্ড ভালোবাসি’। ঈদে মুক্তির অপেক্ষায় সবচেয়ে আলোচিত সিনেমা হচ্ছে নির্মাতা এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’। সরকারী অনুদানের এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরী। একসঙ্গে অভিনয় করা এটিই তাদের প্রথম সিনেমা। তবে ভক্তমহলে তাদের এই জুটি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। ছবির গল্প ও চিত্রনাট্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। মন্তব্য করছেন, গ্রামবাংলার পুরোনো গল্পই নাকি উঠে আসবে এতে। তবে কেউ আবার বলছেন পুরো সিনেমা না দেখে মন্তব্য করা ঠিক নয়। সবকিছু মিলিয়ে আশা করাই যায়, এবারের ঈদে ‘গলুই’ বেশ এগিয়েই আছে। হলগুলোতেও বেশ সাড়া ফেলবে বলে ধারণা করা যাচ্ছে। ‘গলুই’ সিনেমা ঢাকার সব মাল্টিপ্লেক্সসহ কয়েক জেলার ছোট-বড় ২৯টি হলে মুক্তি পাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্সের সব কটি শাখা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সাভার সেনানিবাস, পাবনার রূপকথা ইত্যাদি। মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত আরও একটি সিনেমা ‘বিদ্রোহী’। এ সিনেমায় তার বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে। ২০১৮ সালে শূটিং শেষ হওয়া সিনেমাটি নানা কারণে মুক্তি দেয়া সম্ভব হয়নি আগের বছরগুলোতে। তবে সব বাধা কাটিয়ে এবার মুক্তি পাচ্ছে এটি। এর ট্রেলার মুক্তির পর থেকে শুরু হয়েছে নানা সমালোচনা। অনেকেই বলছেন, এত আগে শূট হওয়া একটি সিনেমা মানুষ বর্তমানে এসে কেন দেখবে ? তাছাড়া ট্রেলারে তেমন কিছুই চোখে পড়ার মতো ছিল না বলেও মন্তব্য অনেকের। তবে সময়ই বলে দেবে ঈদে এ সিনেমা কেমন ফল নিয়ে আসে। এরই মধ্যে হলসংখ্যার দিক থেকে এগিয়ে আছে শাহিন সুমনের ‘বিদ্রোহী’। ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, চিত্রামহল, নিউ গুলশান, সৈনিক ক্লাব, বিজিবিসহ ঢাকার বাইরে ময়মনসিংহের পূরবী, রংপুরের শাপলা, বরিশালের অভিরুচি, খুলনার সংগীতা, চট্টগ্রামের সিনেমা প্যালেস’সহ ১০০ প্রেক্ষাগৃহে বুকিং সম্পন্ন করেছে ছবিটি। ঈদে মুক্তি পাবে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত তৃতীয় সিনেমা ‘শান’। পুলিশ এ্যাকশন ঘরানার এই সিনেমাটি ঘিরেও বেশ আগ্রহ দেখা গেছে দর্শকের মাঝে। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার থেকে শুরু করে গান সবকিছু বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। সিয়াম-পূজার রসায়ন থেকে শুরু করে পুলিশের থ্রিলার কাহিনী, সবকিছুতেই ঈদের আমেজ খুঁজে পাচ্ছে দর্শক। তাছাড়া এ সিনেমার গানগুলোও বাড়তি মাত্রা যোগ করছে সিনেমায়। ইতোমধ্যে মুক্তি পাওয়া এই সিনেমার গানগুলোও বেশ দর্শকনন্দিত হয়েছে। যদিও এ বছরের শুরুতে মুক্তি দেয়ার কথা ছিল ‘শান’। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পিছিয়ে যায় মুক্তির তারিখ। এবার ঈদ উপলক্ষে মুক্তি দেয়া হচ্ছে সিনেমাটি। তাছাড়া সিনেমাটি নিয়ে বেশ ভিন্ন ভিন্ন পন্থায় প্রচারণাও চালাচ্ছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে ঈদের বক্স অফিসে দৌড়ে বেশ ভালভাবেই এগিয়ে ‘শান’। এম রাহীম পরিচালিত ‘শান’ সিনেমাটি ঢাকাসহ ঢাকার বাইরের বড় বড় হল বুক করেছে। পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাদের ফেসবুক পেজে ৩৮টি হলের তালিকা প্রকাশ করেছে। এগুলোর মধ্যে রয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সব কটি শাখা, শ্যামলী সিনেপ্লেক্স, সনি সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, সিলভার স্ক্রিন চট্টগ্রাম, মধুবন সিনেপ্লেক্স বগুড়া, বর্ষা জয়দেবপুর, নিউ মেট্রো নারায়ণগঞ্জ, শঙ্খ খুলনা, মনিহার যশোর ইত্যাদি। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত এই তিন সিনেমার নামই বারবার সামনে আসছে। এরমধ্যে অবশ্য ভক্তরাও ভাগ হয়ে গেছেন কে কোন সিনেমা দেখাতে যাবেন। অন্যদিকে প্রায় দুই বছর পর করোনার প্রতিকূলতা কাটিয়ে আবারও সুস্থ স্বাভাবিক ঈদ পাওয়ায় অনেকেই বলছেন, পছন্দের তারকাদের সব সিনেমাই তারা দেখবেন। এখন দেখার বিষয় এবারের ঈদে কোন সিনেমা দর্শকের প্রত্যাশা পূরণ করে বক্স অফিস বাজিমাত করবে আর কোনটি মুখ থুবড়ে পড়বে। এদিকে জুয়েল ফারসী পরিচালিত ‘বড্ড ভালোবাসি’ ছবিটি এখন পর্যন্ত পেয়েছে একটি হল, ব্লকবাস্টার সিনেমাস। ছবির নায়িকা রোজ নিপা নিজেই ছবিটির প্রযোজক। তিনি বলেন, এর আগে আমাদের ১৮টি হল মৌখিকভাবে চূড়ান্ত হয়েছিল। কিন্তু পরে হলগুলো হাতছাড়া হয়ে গেছে। আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই ঈদে একটা হল পেলেও ছবি মুক্তি দেব। ব্লকবাস্টার চূড়ান্ত হয়েছে। ঈদের পর অনেকগুলো হলে মুক্তি দেব। ঈদের সিনেমা মুক্তির আগেই দর্শকের প্রধান আকর্ষণ থাকে সিনেমার ট্রেলার ঘিরে। সিনেমাটি কেমন হবে, সেটা সম্পর্কে প্রাথমিক ধারণা দেয় ট্রেলার। পরিচালকদেরও আলাদা নজর থাকে ট্রেলার নির্মাণের দিকে। সেই জায়গায় কতটা জমাতে পেরেছে এবারের ঈদ-উল- ফিতরের সিনেমাগুলোর ট্রেলার? গতবছরের ডিসেম্বরে ‘শান’ সিনেমার ট্রেলার মুক্তি পায়। এর প্রায় চার মাস পরে এপ্রিলে মুক্তি পায় ‘বিদ্রোহী’ সিনেমার ট্রেলার। কিছুদিন হলো মুক্তি পেয়েছে ‘বড্ড ভালোবাসি’ সিনেমার ট্রেলার। সর্বশেষ ২৫ এপ্রিল মুক্তি পায় ‘গলুই’ সিনেমার ট্রেলার। সিনেমাগুলোর ট্রেলার নিয়ে ভূয়সী প্রশংসা থাকলেও সমালোচনাও করেছেন অনেকে। ৩ মিনিট ৫ সেকেন্ডের এই ট্রেলার নিয়ে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। সাব্বির নামের একজন লিখেছেন, অনেকদিন পর গ্রামবাংলার একটা সুন্দর ট্রেলার দেখলাম। বোঝাই যাচ্ছে, শাকিব খান দারুণ জমাবেন। আরেক দর্শক বলেছেন, টিজার নিয়ে তর্কবিতর্ক থাকলেও ট্রেলারটিতে শাকিব-পূজার লুক ভাল হয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, গল্পটি বুঝে ফেলেছেন।
×