ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশি যুবক ও তার দুই বন্ধুর বুদ্ধিতে শুরু হওয়া ইউটিউবে ২০ বছরে ২০ বিলিয়ন ভিডিও আপলোড

প্রকাশিত: ২১:৩৮, ৮ মে ২০২৫; আপডেট: ২১:৩৮, ৮ মে ২০২৫

বাংলাদেশি যুবক ও তার দুই বন্ধুর বুদ্ধিতে শুরু হওয়া ইউটিউবে ২০ বছরে ২০ বিলিয়ন ভিডিও আপলোড

ছবি: সংগৃহীত

ভিডিও শেয়ারের বিশ্বসেরা প্ল্যাটফর্ম ইউটিউব সম্প্রতি উদযাপন করল তাদের ২০তম বর্ষপূর্তি ও ২০ বিলিয়নের বেশি ভিডিও আপলোডের মাইলফলক।

২০০৫ সালে তিন বন্ধু—স্টিভ চেন, চ্যাড হার্লি ও জাওয়েদ করিম—ডিনার পার্টিতে ইউটিউবের ধারণা দেন। সেই বছর ১৪ ফেব্রুয়ারি চালু হয় YouTube.com এবং ২৩ এপ্রিল প্রথম ভিডিও ‘Me at the Zoo’ আপলোড হয়।

বর্তমানে প্রতিদিন গড়ে ২ কোটির বেশি ভিডিও আপলোড হয়। ব্যবহারকারী সংখ্যা ২৫০ কোটির বেশি, এবং শুধু টিভি সেটেই দৈনিক ১০০ কোটির বেশি ঘণ্টা দেখা হয় ভিডিও।

বাজার বিশ্লেষকদের মতে, ইউটিউব আগামী দুই বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের সব কেবল টিভি সেবাকে ছাড়িয়ে যাবে পেইড সাবস্ক্রিপশনে।

২০০৬ সালে গুগলের ১.৬৫ বিলিয়ন ডলারে ইউটিউব কেনা ছিল প্রযুক্তি ইতিহাসের টার্নিং পয়েন্ট।

আজ ইউটিউব শুধু বিনোদন নয়, বরং জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ।


সূত্র: https://thefrontierpost.com/youtube-says-more-than-20-billion-videos-uploaded-in-20-years/

আবীর

×