ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তনির স্বামী

প্রকাশিত: ২১:৫৯, ১৪ নভেম্বর ২০২৪; আপডেট: ০৯:৪২, ১৯ নভেম্বর ২০২৪

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তনির স্বামী

আলোচিত নারী উদ্যোক্তা রুবিয়াত ফাতিমা তনি

সোশ্যাল ইনফ্লুয়েনসার ও দেশের আলোচিত নারী উদ্যোক্তা রুবিয়াত ফাতিমা তনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঠোঁটকাটা স্বভাবের নারী হিসেবে বেশ পরিচিতি আছে তার।

ফেসবুকে তিনি অধিকাংশ সময় সরব থাকেন পোশাকের ব্যবসা নিয়ে। কিন্তু কিছুদিন ধরে সময়টা খারাপ যাচ্ছে এই উদ্যোক্তার। তা চক্ষুগোচর হয় তার সাম্প্রতিক কিছু পোস্ট দেখে।

তনির ফেসবুক পাতায় দেখা মেলে শুধু হাহাকার। জানান, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। কারণ, কয়েক দিন ধরে অসুস্থ রয়েছেন তার স্বামী শাহাদাৎ হোসাইন। যার কারণে উন্নত চিকিৎসার জন্য স্বামীকে নিয়ে দেশের বাইরে আছে তিনি। তবে কী অসুখে ভুগছেন, তা কোথাও উল্লেখ করেননি তিনি। এদিকে ব্যাংককে চিকিৎসাধীন আছেন তনির স্বামী শাহাদাৎ। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তনি নিজেই।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, সবাই আমার স্বামীর জন্য দোয়া করুন, তার অবস্থা সংকটাপন্ন। তনির সেই পোস্টে অনেকেই তাকে সমবেদনা জানিয়েছেন। নায়িকা নিপুণও তার সেই পোস্ট শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, তনির স্বামী একজন সফল ব্যবসায়ী। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবের জবাবও দিয়েছেন তিনি।

শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি।

শহিদ

×