ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

প্রযুক্তিতে সাফল্যের উপায়

তানভির আরিফ

প্রকাশিত: ২০:১৭, ২ আগস্ট ২০২৪

প্রযুক্তিতে সাফল্যের উপায়

.

বর্তমানে সবাই-ই ঝুঁকছেন প্রযুক্তির দিকেআর প্রযুক্তিও আমাদের জীবনের নানান সমস্যার সহজ সমাধান নিয়ে হাতছানি দিচ্ছেএই আহবান উপেক্ষা করার উপায় নেইআবার সবাই-ই যে এর ভালো ব্যবহার করতে পারেন বা এই খাতে সফল হতে পারেন এমনও নয়তবে সহজে কিছু উপায় বলে দেওয়া যায়, যেগুলো সাফল্যের পথে কাজে লাগতে পারেশুধু প্রযুক্তিতেই নয়, যে কোনো পেশা বা ব্যবসায় সফল হতে প্রয়োজন কিছু মৌলিক পদক্ষেপযুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মনোবিদ ক্যারোল ডোয়েক মানুষের আচরণ ও পারফরম্যান্স নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেনতার গবেষণা অনুযায়ী, সফল হওয়ার ক্ষেত্রে মানুষের বুদ্ধিমত্তার চেয়ে তার আচরণ ভালো পূর্বাভাস দিতে পারেডোয়েকের মতে, মানুষের মূল আচরণকে দুটি ভাগে ভাগ করা যায়একটি হচ্ছে স্থায়ী মানসিকতা (ফিক্সড মাইন্ডসেট) ও আরেকটি হচ্ছে বিকাশমান মানসিকতা (গ্রোথ মাইন্ডসেট)আপনার মানসিকতা কোনো ধরনের? মানসিকতা যে ধরনের হোক না কেন, আপনি চাইলে তা পরিবর্তন করে বিকাশমান মানসিকতা উন্নত করতে পারেনএ জন্য কিছু পরিকল্পনা করে এগোতে পারেনজেনে নিন পরিকল্পনাগুলো-

অসহায় ভাববেন না

সবার জীবনেই কঠিন সময় আসতে পারেতাই বলে নিজেকে পুরোপুরি অসহায় ভাববেন নাঅসহায়ত্বের অনুভূতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, সেটাই আসল পরীক্ষাএটা থেকে কিছু শিখতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেনতা না হলে আরও করুণ অবস্থায় পড়ে যাবেনঅনেকেই অসহায় অবস্থা থেকে নিজেকে সফলতার শীর্ষে নিয়ে গেছেন

আবেগপ্রবণ হোন

একজন সফল মানুষ নিরলসভাবে তার অনুভূতি অনুসরণ করে থাকেনপ্রাকৃতিকভাবে কেউ হয়তো আপনার চেয়ে বেশি বুদ্ধিমান হতে পারেকিন্তু বুদ্ধিতে আপনার ঘাটতি থাকলে তা আবেগ দিয়ে পূরণ করতে পারেনযারা সফল হয়েছেন, তারা আবেগের কঠোর সাধনা করে শ্রেষ্ঠত্বের আসনে বসেছেনবিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের পরামর্শ হচ্ছে আপনার সত্যিকারের আবেগের বিষয়টি ৫/২৫ পদ্ধতিতে খুঁজে বের করতে পারেনএ পদ্ধতিতে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন- এমন ২৫টি বিষয় লিখে ফেলুনএরপর নিচের ২০টি বিষয় বাদ দিনযে ৫টিকে আপনি গুরুত্ব দেন তাই আপনার প্রকৃত আবেগবাকিগুলো আপনার চিত্তবিক্ষেপ

ব্যবস্থা নিন

বিকাশমান মানসিকতার ব্যক্তিরা কেবল ভয়কে জয় করেন না, তাদের সাহস অন্যদের চেয়ে বেশিএর কারণ, তারা জানেন ভয় ও উদ্বেগ আবেগকে নষ্ট করে দেয়এ থেকে মুক্তির পথ হচ্ছে ভয় ও উদ্বেগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণবিকাশমান মানসিকতার ব্যক্তিরা নিজেদের নিজের মনের সক্ষমতা বাড়াতে জানেনতারা জানেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য সঠিক মুহূর্ত বলে কিছু নেইতাই অপেক্ষা কিসের? যেকোনো বিপত্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে উকণ্ঠা উদ্বেগ দূর করে ব্যর্থতাকে পেছনে ফেলতে হবেইতিবাচক শক্তি অর্জন করতে হবে

বাড়তি পথ পাড়ি

সফল ব্যক্তিরা কখনো হতোদ্যম হন নাতাদের বাজে দিনেও সবকিছু দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাননিজেকে সামনে এগিয়ে নিতে বাড়তি পথ পাড়ি দেওয়ার চেষ্টা চালানব্রুস লির এক ছাত্র প্রতিদিন তার সঙ্গে তিন মাইল দৌড়াতেনএকদিন তিন মাইল পথ ছোঁয়ার পথে ব্রুস লি বললেন, চলো আরও দুই মাইল দৌড়াই

তার ছাত্র ক্লান্ত হয়ে পড়ে বললেন, আরও দুই মাইল দৌড়াতে গেলে আমি মারা যাবব্রুসলি বললেন, তবে দৌড়াওতার ছাত্র রেগে গিয়ে আরও পাঁচ মাইলের সীমা অতিক্রম করে ফেললখেপে গিয়ে ওই মন্তব্য নিয়ে ব্রুস লির কাছে জবাব চাইলেন ওই ছাত্রব্রুস লি তাকে বোঝালেন, ‘থেমে যেতে বা মরে যেতে পারতেকিন্তু যদি তুমি যা পার, সেখানেই তোমার সীমা নির্ধারণ করে ফেল, তবে তা সারা জীবনে তোমার ওপর প্রভাব ফেলবেএটা তোমার কাজে, নৈতিকতাসহ সবকিছুতে ছড়িয়ে যাবেসীমা বলে কিছু নেইস্থিরতা আছে, কিন্তু সেখানে থেমে গেলে চলবে নাতা ছাড়িয়ে যেতে হবে

ফলের প্রত্যাশা

বিকাশমান মানসিকতার ব্যক্তিরা জানেন, তারা সময়-সময় ব্যর্থ হতে পারেনতবে তারা ফলের আশা করতে ছাড়েন নাফলের প্রত্যাশা থাকার অর্থ নিজেকে অনুপ্রাণিত রাখা এবং সফলতার চক্রে জ্বালানি জোগানোযদি ভালো ফলের আশা না থাকে তবে কেন এত কিছু করার তাড়া থাকবে?

×