ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

দুঃশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তির দোয়া

প্রকাশিত: ০৬:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

দুঃশ্চিন্তা  ও হতাশা থেকে মুক্তির দোয়া

ছবি:সংগৃহীত

দুঃশ্চিন্তা  ও হতাশা থেকে মুক্তির দোয়া

 

 

 

মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আল্লাহর রাসুল (সা.) একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন, যা আবু উমামাহ (রা.) এর মাধ্যমে বর্ণিত হয়েছে। একদিন আবু উমামাহ (রা.) রাসুল (সা.) কে জানালেন যে, তিনি সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের কারণে কষ্ট পাচ্ছেন। তখন রাসুল (সা.) তাকে একটি দোয়া শিখিয়ে দেন, যা সকাল-সন্ধ্যায় পাঠ করলে আল্লাহ দুশ্চিন্তা দূর করবেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন।

 

 

 

 

দোয়াটি হলো :

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ العَجزِ وَالكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الجُبنِ وَالبُخلِ، وَأَعُوذُ بِكَ مِنَ غَلَبَةِ الدَّينِ وَقَهْرِ الرِّجَالِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।

 

 

 

 

 

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল থেকে।

আঁখি

×