ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন

শেখ হাসিনা ও তার দল দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০২, ২৪ জুলাই ২০২৫

শেখ হাসিনা ও তার দল দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, " যারা স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের দল করেছে, আমার জানামতে আওয়ামী লীগের অনেক নেতানেত্রী আছেন যারা সন্ত্রাসকে-দুর্নীতিকে ধারণ করেনি আবারও সমর্থনও করেনি, আবার তারা সাহস করে এর বিরোধিতাও করেনি। কিন্তু তারা ভালো মানুষ। তিনি বলেন, এতো বেশি অন্যায়-অপরাধ করেছে, গণহত্যা করেছে, মানুষ খুন করেছে, আয়নাঘর বানিয়েছে, মানুষকে জেল-জুলুম নির্যাতন করেছে, দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, এদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে, এ সকল কারণে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দল মানুষের কাছে নিন্দিত ও ঘৃণিত। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জুলাই আন্দোলনে তারা দেশ ছেড়ে ৫ আগস্ট পালিয়ে গেছে।" বৃ

হস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধিরগঞ্জ থানার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যাচার, অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক প্রতিবাদ সভায় তিনি এ সব কথা বলেন। 

অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিকের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, সহ-সভাপতি ডি. এইচ বাবুল, সহ-সভাপতি এস এম আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. মোস্তফা কামাল, সহ-সভাপতি রওশন আলী ও নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা প্রমুখ। 

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, "এই স্বৈরাচার শেখ হাসিনা এমন সব কাজ করেছে জনগণের মেরুদন্ড ভেঙ্গে দিয়ে দিয়েছে, জনগণ দিশেহারা হয়েছে গেছে, কিন্তু কিছুই বলতে পারেনি, কেন? বললেই গুলি, বললেই আয়নাঘর, বললেই মিথ্যা মামলা, কারণ শেখ হাসিনার কোন রকম জনসমর্থন ছিল না, শুধু রাষ্ট্রীয় প্রশাসনকে ব্যবহার করে শেখ হাসিনা মানুষের প্রতিবাদকে দমিয়ে রেখে লুণ্ঠন বাণিজ্য করেছে, আর ক্ষমতা অপপ্রয়োগ করেছে। মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে ক্ষমতা ব্যবহার করেছে।"

তিনি বলেন, "শেখ হাসিনা নারায়ণগঞ্জে একজন গডফাদার তৈরি করেছিল। সারা দেশব্যাপী ও বিশ্বব্যাপী যার খ্যাতি, যার কারণে নারায়ণগঞ্জের মানুষের মান ইজ্জত সম্মান ভূলুণ্ঠিত হয়েছে।"

Mily

×