ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে

প্রকাশিত: ১৫:৩৭, ২৪ জুলাই ২০২৫

মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মাইলস্টোনের ঘটনার পর আমরা দেখছি, যাকে আমরা ফ্যাসিবাদের পতন ভেবেছিলাম, আসলে তা হয়নি—বরং আওয়ামী লীগ ফের সংগঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বার্থে সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, অতীতে আমাদের এমন একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দেওয়া হয়েছে যেখানে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। রাস্তায় নামলে বাসে চাপা পড়ে মৃত্যু, হাসপাতালে গেলে চিকিৎসার অভাবে মৃত্যু, বিমান বা লঞ্চ দুর্ঘটনায় মৃত্যু—এই দেশে একজন নাগরিকের শান্তিপূর্ণ মৃত্যুরও নিরাপত্তা নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।

স্বাস্থ্য খাত নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা চেয়েছিলাম একটি দক্ষ, পুনর্গঠিত স্বাস্থ্যব্যবস্থা। কিন্তু বাস্তবতা হলো, আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজিতে অনার্স, বর্তমান মন্ত্রী বাংলায় অনার্সধারী—এভাবে কীভাবে স্বাস্থ্য খাত পরিচালিত হবে? যখন দেশে দক্ষ চিকিৎসক-স্বাস্থ্য বিশেষজ্ঞরা আছেন, তখন একজন অযোগ্য উপদেষ্টার হাতে স্বাস্থ্যখাত পরিচালনা করার মানে হয় না। এটা দুঃখজনক এবং জনগণের সঙ্গে অন্যায়।

শিহাব

×