ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম

আমরা অভ্যুত্থান ঘটিয়েছি একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য নয়

প্রকাশিত: ২২:০৬, ৪ জুলাই ২০২৫

আমরা অভ্যুত্থান ঘটিয়েছি একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য নয়

ছবিঃ সংগৃহীত

“আমরা অভ্যুত্থান ঘটিয়েছি কোনো রাজনৈতিক দলের চেয়ার বদলাতে নয়, বরং জনগণের অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে। একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্যই আমাদের যাত্রা” — এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর বড় ময়দান থেকে পদযাত্রা শুরু করে নেতাকর্মীরা ইনস্টিটিউটে এসে সমবেত হন।

নাহিদ ইসলাম বলেন, “২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করেছিলাম—দেশে এক নতুন পরিবর্তন আসবে। দেশের মানুষ, ছাত্র-জনতা যে রক্ত দিয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, জীবন দিয়েছে—তা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্নে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি।”

তিনি অভিযোগ করে বলেন, “যে ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়া হয়েছে, তাদের রেখে যাওয়া প্রশাসনিক কাঠামো এবং দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট এখনো কৌশলে টিকে থাকার চেষ্টা করছে। তারা চায় না এই রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হোক। তবে নতুন প্রজন্ম, নতুন বাংলাদেশের ছাত্র-জনতা কখনোই তা মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “আমরা রাজপথে নেমেছি কোনো দলকে গদি থেকে সরিয়ে অন্য দলকে বসাতে নয়। আমরা নেমেছি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণে, বৈষম্যহীন ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে। গণঅভ্যুত্থান একটি সূচনা মাত্র—এই অসম্পূর্ণ কাজ সম্পন্ন করাই এখন আমাদের মূল লক্ষ্য।”

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবু সায়েদ লিয়ন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

ইমরান

আরো পড়ুন  

×