ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

আবু হেনা রাজ্জাকী

শেখ হাসিনা হিটলারের ফিমেল ভার্সন ছিলেন

প্রকাশিত: ০৯:৫৪, ২ জুলাই ২০২৫

শেখ হাসিনা হিটলারের ফিমেল ভার্সন ছিলেন

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা হিটলারের ফিমেল ভার্সন ছিলেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিশ্লেষক আবু হেনা রাজ্জাকী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

আবু হেনা রাজ্জাকী বলেন, আমি মনে করি জুলাই স্বীকৃতিটা দরকার। জুলাইতে একটা ঘটনা ঘটেছে এবং বাংলাদেশে এটা একটা টার্নিং পয়েন্ট। আর এই ঘটনায় হিটলারের ফিমেল ভার্সন যিনি ছিলেন তাকে রিমুভ (বিতাড়িত) করা হয়েছে। এইটা একটা বিশাল টার্নিং পয়েন্ট, আমরা যে যত কথাই বলি।

তিনি আরও বলেন, কল্পনা করেন তিনি (শেখ হাসিনা) যদি ২০২৯ সাল পর্যন্ত থাকতেন তাহলে কী হতো। তার মেয়াদ তো ২০২৯ সাল পর্যন্ত ছিল। 

 

ভিডিও লিংক: https://www.facebook.com/watch/?v=23985265141107227&rdid=kwPOZRK4phI1uQX3

শিহাব

×