ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বড়লেখায় পুলিশ কনস্টেবলের অবসরগ্রহণে ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা

আশফাক আহমদ, বড়লেখা, মৌলভীবাজার

প্রকাশিত: ২২:৩৩, ২ জুলাই ২০২৫

বড়লেখায় পুলিশ কনস্টেবলের অবসরগ্রহণে ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা

দেশের বিভিন্ন থানায় নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সাথে চাকুরি করেন পুলিশ কনস্ট্রেবল অনল কুমার নাগ। গত মঙ্গলবার ছিল তার চাকরি জীবনের শেষ দিন। শেষ কর্মস্থল মৌলভীবাজারের বড়লেখা থানা থেকে তিনি অবসর নিয়ে বাড়ি ফিরলেন। সিনিয়র অফিসারদের প্রতি আনুগত্যের কারণে তিনি প্রশংসা কুঁড়ান।

বুধবার (২ জুলাই) সকালে সহকর্মীরা তাকে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দিয়েছেন। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। পরে নানা রঙে সুসজ্জিত ওসির সরকারি গাড়িতে তোলে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

বিদায়ী পুলিশ কনস্টেবল অনল কুমার নাগ সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা। ১৯৯১ সালে ১ জুন রাঙামাটি জেলার রাবুনিয়া আর্মড পুলিশ ব্যাটালিয়নে চাকরি জীবনের শুরু। দীর্ঘ যাত্রায় সুনামের সাথে দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যার জনক। বড় মেয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ সেমিস্টারের ছাত্রী ও ছোট মেয়ে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা-র নির্দেশনায় থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা ব্যতিক্রমী বিদায় সংবর্ধনার আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, এসআই সুব্রত কুমার দাস, এসআই দেবল সরকারসহ থানার সকল পুলিশ সদস্যগণ। থানা ভবনের করিডোরের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সহকর্মীরা ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে থানা ভবন থেকে ধীরে ধীরে সুসজ্জিত গাড়ির দিকে নিয়ে যান। এর আগে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল অনল কুমার নাগকে গ্রামের বাড়িতে পৌঁছে দেয়ার জন্য থানার অফিসার ইনচার্জের সরকারি গাড়িটি নানা রঙে সুসজ্জিত করে রাখা হয়।

অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল অনল কুমার নাগ জানান, সহকর্মীরা তাকে এভাবে সম্মান দিবেন তা কখনও কল্পনাও করেননি। ‘চাকরি শেষে এমন সম্মান কয়জনের ভাগ্যে জুটে। চাকুরিকালিন তিনি চেষ্টা করেছেন সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের। হয়তো তিনি কিছুটা পেরেছেন বলেই সহকর্মীরা তাকে এত সম্মান দিয়েছে, মনে হচ্ছে পুলিশের চাকরিতে যাওয়া তার স্বার্থক হয়েছে।

থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, অবসরে যাওয়া পুলিশ সদস্য অনল কুমার নাগ পুলিশ বিভাগে যতেষ্ট অবদান রেখেছেন, নিজেও সুনাম অর্জন করেছেন। বিদায় লগ্নে আমরা চেষ্টা করেছি তাকে সসম্মানে বিদায় দিতে। এসপি মহোদয়ের নির্দেশে প্রবীণ এই পুলিশ সদস্যের চাকরি জীবনের শেষ মুহূর্তটি স্মরণীয় রাখতে সহকর্মীরা মিলে এই আয়োজন করি।

রিফাত

×