ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জেলা প্রশাসক আবু হাসনাত মো.আরেফিন

প্রান্তিক কৃষক উৎপাদিত কৃষিপণ্য ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাবে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২২:৩৯, ২ জুলাই ২০২৫; আপডেট: ২২:৪৮, ২ জুলাই ২০২৫

প্রান্তিক কৃষক উৎপাদিত কৃষিপণ্য ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাবে

পটুয়াখালীর কলাপাড়ায় ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ভবনের সামনে এ ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মো. আরেফিন।  বুধবার বিকালে জেলা প্রশাসক এছাড়াও কলাপাড়ায় আন্ধার মানিক নদী তীরে শিশু পার্ক, ইউএনও পার্ক ও কৃষক বাজার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে এক বক্তব্যে তিনি বলেন, ‘ কলাপাড়ার প্রান্তিক পর্যায়ের কৃষকরা যেন তাদের উৎপাদিত কৃষি পণ্য ন্যায্যমূল্যে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে পারেন এ জন্যই এই কৃষক বাজার স্থায়ীভাবে নির্মাণ করা হচ্ছে। এখানে কোন মধ্যস্বত্ত্বভোগী যেন সুযোগ নিতে না পারে এ জন্য সবাই কে সজাগ থাকতে হবে।’ তিনি প্রান্তিক পর্যায়ের কৃষকের কাছে  সরকারের সকল ধরনের সেবা নিশ্চিতে উপজেলা প্রশাসনকে সজাগ থাকার নির্দেশনা দেন। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মো ইয়াসীন সাদেক, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো হুমায়ুন কবিরসহ সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Jahan

×