
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘আইজিইএম ভাবনা থেকে বাস্তবায়নে: বাংলাদেশের আইজিইএম ভবিষ্যৎ নির্মাণের যাত্রা’ শীর্ষক সেমিনার।
বিশ্বব্যাপী জিন প্রকৌশল ও সিনথেটিক বায়োলজিতে তরুণদের অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল জেনেটিকালি ইঞ্জিনিয়ার্ড মেশিন (iGEM) -এর সম্ভাবনা এবং বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সম্মেলন কক্ষে এই সেমিনার আয়োজন করে মাভাবিপ্রবি বায়োটেক ক্লাব এবং আইজিইএম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও বায়োটেক ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল করিম।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন ইউরোপ, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের আইজিইএম অ্যাম্বাসেডর এবং দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার (যুক্তরাজ্য) এর শিক্ষার্থী উসরাত নুবাহ এবং আইজিইএম অ্যাম্বাসেডর ও প্রোমোটর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হাসান।
অনুষ্ঠানে বিজিই এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আইজিইএম প্রতিযোগিতা শুধু একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম নয়, এটি ভবিষ্যতের উদ্ভাবনী বাংলাদেশ গড়ার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। তরুণ গবেষকদের সৃজনশীল চিন্তা, উদ্ভাবন এবং গবেষণার বিকাশে এমন প্ল্যাটফর্ম অনন্য ভূমিকা রাখে। আমাদের শিক্ষার্থীরাও ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তাদের পাশে আছে এবং থাকবে।”
উল্লেখ্য, আইজিইএম বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সিনথেটিক বায়োলজি বিষয়ক প্রতিযোগিতা, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকেরা জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি ব্যবহার করে মানবকল্যাণে কার্যকর প্রকল্প উদ্ভাবনে অংশ নেন।
মিমিয়া