ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের সবচেয়ে ইয়াং আসামির বয়স ৬৫, পালাবে না: জেড আই খান পান্না

প্রকাশিত: ০৯:২০, ২১ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগের সবচেয়ে ইয়াং আসামির বয়স ৬৫, পালাবে না: জেড আই খান পান্না

আওয়ামী লীগ নেতাদের আদালতে হাজির করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের পক্ষে আইনজীবী জেড আই খান পান্না। রবিবার (২০ এপ্রিল) তিনি হুইলচেয়ারে করে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং হ্যান্ডকাফ পরিয়ে আদালতে আনা নিয়ে তীব্র আপত্তি জানান।


জেড আই খান পান্না বলেন,“আদালতের ভেতরেও যদিও বলছে যে ভুল বসত, সেটা হল যে হ্যান্ডকাফ পরিয়ে ঢুকানো হয়েছে। আমরা সবাই জানি যে, এখানে যারা আছে, কারোর বয়সই কিন্তু ৬০’র নিচে নাই। সবচেয়ে ইয়াং যে, সে বোধ হয় ৬৫! এবং এইখানে ৯০ এর কাছাকাছি লোকও আছে।”


তিনি বলেন,“তো সেই ক্ষেত্রে পালাবার এদের কোনো সুযোগ নাই। এখন বলতেছে যেটা, পুলিশ বলছে হেডকোয়ার্টারের নির্দেশ। আবার পরবর্তীতে বলছে যে, এইটা জেল অথরিটি করছে, আমরা না। আবার বলছে যে না, এরা মিসবিহেভ করছে আমাদের সাথে, দ্যাটস হোয়াই।”


জেড আই খান পান্না বলেন,“ আমি চুপ ছিলাম, কিন্তু আমাদের বন্ধু যারা এটা প্রতিবাদ করছেন আদালতের সামনে, আদালতও কিন্তু প্লিজড হয়ে জিজ্ঞেস করছে,কিভাবে আপনারা এই হ্যান্ডকাফ পড়াবেন? এই হ্যান্ডকাফের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিছেন এবং বাড়াবাড়ি যাতে না করে, আইনি ব্যবস্থা যাতে নেয়, সেটা।”


তিনি আরও বলেন,“তারা পায় নাই এখন পর্যন্ত কোনো কাগজ। সেটাও বলা হইলো যে, তাদের লয়ারকে দেওয়া হইছে, কিন্তু তারা পায় নাই। তো আলাদাভাবে যাতে দেয়, সেটারও একটা ব্যবস্থা করা হইছে। আদালত বলে দিছে যে, সামারি দিবে, টোটালটা দিবে না বলছে।”


নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জেড আই খান পান্না বলেন,“আমি ছিলাম জেলে একসময় এবং মার্শাল ভিতর ছিলাম। হ্যান্ডকাফ তো পড়াইতে হয় নাই। তখন আমার বয়স ২৭। ৩৭ থেকে ৪০ জন পুলিশে আমার গার্ড দিত। কিন্তু হ্যান্ডকাফ পড়াবা, কোমর রশি-এগুলো দেয় নাই।”

 

 


সূত্র:https://tinyurl.com/27pst32y

আফরোজা

×