ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শেখ মুজিবের করা কালো আইনেই আ. লীগকে নিষিদ্ধ সম্ভব, বললেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ২২:৪৩, ৯ মে ২০২৫; আপডেট: ২২:৪৫, ৯ মে ২০২৫

শেখ মুজিবের করা কালো আইনেই আ. লীগকে নিষিদ্ধ সম্ভব, বললেন অ্যাটর্নি জেনারেল

ছবিঃ সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের করা কালো আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুক্রবার (৯ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা শহরের নতুন বাজার এলাকায় শৈলকূপা বণিক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

আসাদুজ্জামান বলেন, ‘‘বাকশাল কায়েম করে শেখ মুজিব ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা বলে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন, সেই আইনের ১৯ ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব।’’

তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ গণহত্যাকারী, খুনি ও ফ্যাসিবাদী দল। জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জুলাই বিপ্লবে তারা ২ হাজার মানুষ খুন এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে।’’

আসাদুজ্জামান বলেন, ‘‘গত ১৭ বছরে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বাংলাদেশে ৭০০ মানুষ খুন করেছে। সাড়ে ৪ হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে। ১৭ বছরে ৬০ লাখ মানুষের নামে গায়েবি মামলা করা হয়েছে। এই যখন অবস্থা তখন সবকিছুই মানবতাবিরোধী অপরাধ বলে গণ্য হবে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করবেই।’’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘আওয়ামী লীগ ও তার দোসররা যতই ষড়যন্ত্র করুক, আস্ফালন করুক; দেশের সংবিধান ও আইনের হাত অনেক লম্বা। আর তাদের বিচার করার জন্যই এখনো লক্ষ-কোটি জনতা রাজপথে আছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে গুম, হত্যা ও খুনের বিচার হবে।’’

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/15baCZYejY/

রিফাত

×