ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দাউদকান্দিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও মাদক জব্দ, আসামি পলাতক

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ২৩:০৩, ৯ মে ২০২৫

দাউদকান্দিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও মাদক জব্দ, আসামি পলাতক

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (০৯ মে) সন্ধায় উপজেলার মোল্লাকান্দি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম ও দাউদকান্দি মডেল থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালায়

জানা যায়, সম্প্রতি মোল্লাকান্দি সংলগ্ন মেঘনা নদী পথে একাধিক ডাকাতির ঘটনা ঘটে। এতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে নদীপথে ডাকাতিতে জড়িত সন্দেহভাজন রিপনের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে একটি অস্ত্র ও বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

সেনাবাহিনী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকা নদী পথের ডাকাতি ও মাদকের আখড়া হিসেবে পরিচিত ছিল। অভিযানের সময় রিপন পলাতক থাকলেও রিপনসহ তার অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। রিপনের বিরুদ্ধে নদীপথে ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে। 

এলাকাবাসীর দাবি, এ ধরনের অভিযান এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

রাজু

×