
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে অবাধে ব্যবহার করা হচ্ছে ভারতীয় বিভিন্ন কোম্পানির মোবাইল সিমকার্ড।
বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল, মেরাসানী, কাশীনগর, বিষ্ণুপুর, কালাছড়া, আউলিয়া বাজার, ছতরপুর, পাহাড়পুর, হরষপুর সহ বিভিন্ন গ্রামগুলোতে ভারতীয় সিমকার্ডে চলে ইন্টারনেট ভিত্তিক সকল কার্যক্রম।
সীমান্তবর্তী অঞ্চলে অধিকাংশ তরুণ ব্যবহার করছে ভারতীয় সিম, স্থানীয়রা জানান, ভারতীয় সিমের অবাধ ব্যবহারের কারণে সীমান্তের ওপারে ভারতীয় চোরাকারবারিদের সাথে বাংলাদেশের চোরাকারবারি ও মানবপাচারকারীরা মোবাইলে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেন। চালাচ্ছেন মাদক পাচার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এতে করে সীমান্ত অঞ্চলে অপরাধ প্রবণতা বাড়ছে।
স্থানীয় বাংলাদেশি নাগরিকরা জানান দেশের সিমের নেটওয়ার্ক সমস্যা থাকায় অনেকেই ভারতীয় সিম ব্যবহার করছেন। অবাধে ভারতীয় মোবাইল সিমের ব্যবহার বেড়ে যাওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
এ ব্যাপারে বিজিবি ৬০ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেয়া শুরু করেছি। আমাদের দেশের যে সিম অপারেটর আছে তাদেরকে বলেছি এই এলাকায় তাদের নেটওয়ার্ক উন্নত করার জন্য।
রবিউল