
হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভুকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী পৌরসভার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হাটহাজারী থানায় হত্যাসহ দুটি মামলা রয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী থানা-পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা লাভুকে গ্রেপ্তার করেন। হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক শুক্রবার দুপুরে বলেন, নুরুল আহসান লাভুর বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজু