
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সুপেয় পানি নিশ্চিত করতে ছাত্রদলের পক্ষ থেকে দুটি আধুনিক পানি ফিল্টার স্থাপন করা হয়েছে, যেখানে গরম ও ঠান্ডা পানির সুবিধা থাকবে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পিয়ালের উদ্যোগে বৃহস্পতিবার ফিল্টার দুটি টিএসসি ও কলাভবন ক্যাফেটেরিয়ায় স্থাপন করা হয়।
ফিল্টার স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসার।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের যোগাযোগ সম্পাদক জোসেফ আল জোবায়ের আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ রিজভী, মৈত্রী হলের নেত্রী নাদিরা শারমিন, মুহসিন হলের শিবলী রহমান পাভেল, সূর্যসেন হলের শাকিল আহমেদ, মহসীন হলের মিলন মাহমুদ, হেলাল আহমেদ, সোহান, আনজির আব্দুল্লাহ এবং লেদার ইন্সটিটিউট ছাত্রদলের শাকিল সরকারসহ বিভিন্ন হল ও ইউনিটের নেতাকর্মীরা।
এই উদ্যোগকে শিক্ষার্থীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং তারা মনে করছে এটি ক্যাম্পাসে সুপেয় পানির সংকট কিছুটা হলেও লাঘব করবে।
ফারুক