ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সবার ওপর শান্তি বর্ষিত হোক ॥ নতুন পোপ রবার্ট ফ্রান্সিস

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২:৪৫, ৯ মে ২০২৫

সবার ওপর শান্তি বর্ষিত হোক ॥ নতুন পোপ রবার্ট ফ্রান্সিস

.

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু অর্থাৎ নতুন পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন রবার্ট ফ্রান্সিস প্র্রিভোস্ট। তিনি পোপ চতুর্দশ লিও নামে পরিচিত হবেন। বৃহস্পতিবার রোমের ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে গোপন ভোটাভুটির মাধ্যমে ৬৯ বছরের প্র্রিভোস্ট নয়া পোপ নির্বাচিত হন।
প্রিভোস্টের জন্ম যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। অর্থাৎ তিনিই প্রথম মার্কিন নাগরিক যিনি ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু নির্বাচত হলেন। তবে তার পেরুর নাগরিকত্বও রয়েছে। দীর্ঘ ২০ বছর তিনি পেরুতে মিশনারি হিসেবে কাজ করেছেন। অবশ্য এই নয়া পোপ কার্ডিনাল পদ পান মাত্র দুবছর আগে। পোপ নির্বাচিত হওয়ার পর দেওয়া প্রথম ভাষণে প্রিভোস্ট বলেন, সবার ওপর শান্তি বর্ষিত হোক।
খবর সিনহুয়া, বিবিসি ও আলজাজিরা অনলাইনের। রবার্ট ফ্রান্সিস প্র্রিভোস্ট নয়া পোপ নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান বিশ্ব নেতারা। তবে সবচেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিভোস্ট পোপ নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানাতে গিয়ে ট্রাম্প বলেন, প্রথম কোনো আমেরিকানের ক্যাথলিক চার্চের প্রধান হওয়া  যুক্তরাষ্ট্রের জন্য বিরাট সম্মানের। যুক্তরাষ্ট্রে ক্যাথলিকদের সংখ্যা বিশ্বের দেশগুলোর মধ্যে চতুর্থ সর্বোচ্চ। সেই দেশেরই একজন প্রথমবার ক্যাথলিক চার্চের প্রধান হওয়ায় সেখানকার রাজনীতি, সংস্কৃতি সব অঙ্গনেই দেখা যাচ্ছে উচ্ছ্বাস।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নতুন পোপকে অভিনন্দন জানিয়ে এক্সে লিখেছেন, আমি নিশ্চিত, বিশ্বজুড়ে কোটি কোটি আমেরিকান ক্যাথলিক ও অন্য খ্রিস্টানরা চার্চের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার সফলতার জন্য প্রার্থনা করবেন। ভ্যান্স নিজেও ২০১৯ সালে ক্যাথলিক মতবাদে দীক্ষিত হন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন পোপকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘হাবাস পাপাম (আমাদের একজন পোপ আছেন), ঈশ্বর পোপ চতুর্দশ লিওর মঙ্গল করুন।’
বিশেষজ্ঞদের মতে, পোপ লিও চতুর্দশ ও সদ্য সাবেক পোপ ফ্রান্সিসের মতোই উদারপন্থি। স্বভাবে তিনি মৃদুভাষী। তবে আরও বেশি সতর্ক ও ভারসাম্যপূর্ণ নেতা। তিনি রক্ষণশীলদের দূরে ঠেলে না দিয়েই গির্জায় সংলাপ ও ঐক্যের পরিবেশ তৈরি করতে পারেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় এসে জনতার সামনে প্রথম ভাষণ দেন পোপ লিও।  তার বক্তব্যে উঠে আসে পূর্বসূরি পোপ ফ্রান্সিসের শান্তির আহ্বান। পোপ চতুর্দশ লিওর শান্তিপূর্ণ ভাষণ ও ভদ্র আচরণ জনমনে ইতিবাচক প্রভাব ফেলেছে। শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টায় এই পোপ সিস্টিন চ্যাপেলে কার্ডিনালদের সঙ্গে একান্ত প্রার্থনায় অংশ নেন। অনুষ্ঠানে পোপ হিসেবে প্রথমবার ধর্মোপদেশ ও শান্তির আহ্বান জানান তিনি।
কার্ডিনাল থাকাকালে পোপ চতুর্দশ লিও দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষে অবস্থান নেন। এমনকি যুক্তরাষ্ট্রের অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে অনলাইনে মতপ্রকাশ করেন। ৬৯ বছর বয়সী নতুন এ পোপ পেরুতে মিশনারির দায়িত্ব পালনে যাওয়ার আগে ফিলাডেলফিয়ায় এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

প্যানেল

×