ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কোনো নয়ছয় মানবো না: নূর

প্রকাশিত: ২১:৪৪, ৯ মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কোনো নয়ছয় মানবো না: নূর

ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কোন নয়ছয় মানবো না। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও অন্যান্য গুরুতর অভিযোগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা উচিত বলে দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।

নুর বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশজুড়ে নিপীড়ন, গুম, খুন ও ভোট ডাকাতিতে লিপ্ত ছিল। এসবের বিচার হতে হবে ও তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এটা সাধারণ মানুষের দাবি। এটা নিয়ে আমরা কোনো নয়ছয় মানবো না। জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব-প্রাপ্তদের পদত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা অনেককেই পদত্যাগ করতে দেখছি। কিন্তু কেন করছে জানতে পারছি না। আমাদের সাথে কোনো আলোচনা হচ্ছে না। আমরা কাউকে এভাবে আর ক্ষমতায় রাখবো না।

নূর বলেন, ‘তারা বিদেশি অ্যাম্বাসির সাথে মিটিং করে। সেই জায়গা থেকে আমরা বলেছি আওয়ামীলীগ নিষিদ্ধ নিয়ে আর কোনো টাল-বাহানা, নয়ছয় আমরা মানবো না।’

সূত্রঃ https://youtu.be/crdYD-HoS7w?si=Fayxw0OXRD7nYCdm

 

আরশি

×