ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকা বিদেশে পাচার করেছে সরকার 

নিজস্ব সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশিত: ২২:৪৮, ৫ জুন ২০২৩

ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকা বিদেশে পাচার করেছে সরকার 

সম্মেলনে বিদ্যুৎ খাতের লুটপাটের অভিযোগ তুলে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করে বিদ্যুৎ উৎপাদন না করতে পারলেও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার, লাখ লাখ কোটি টাকা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এভাবেই জনগণের টাকা বিদেশে পাচার করেছে সরকার। 

সোমবার (৫ জুন) বিকেলে নবাবগঞ্জের বর্ধনপাড়া এলাকায় জাতীয় পার্টির কার্যালয় চত্বরে ঢাকা জেলা জাতীয় পার্টির অনুষ্ঠিত সম্মেলনে বিদ্যুৎ খাতে ব্যাপকভাবে লুটপাটের অভিযোগ তুলে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সম্মেলনে সালমা ইসলাম এমপিকে উদ্দেশ্যে করে জিএম কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দোহার ও নবাবগঞ্জ (ঢাকা)-১ আসনে দলের পক্ষ থেকে নির্বাচনের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে। 

এ সময় সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

সম্মেলন অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

সম্মেলনে বক্তব্য দেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপিসহ আরও অনেকে। 

সম্মেলনের শেষে ঢাকা জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে সালমা ইসলাম পুনর্নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে খান মোহাম্মদ ইসরাফিল খোকনকে।

এসআর

×