ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বনানীতে বিএনপির কর্মসূচিতে হামলা

প্রকাশিত: ২১:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২২

বনানীতে বিএনপির কর্মসূচিতে হামলা

আহত বিএনপি নেতা তাবিথ আউয়াল

রাজধানীর বনানীতে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। 

জানা যায়, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতাকর্মী নিহতের প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কাকলী থেকে গুলশান-২ নম্বর গোলচক্কর পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কর্মসূচি হওয়ার কথা ছিল। এর এক ঘণ্টা আগে ওই রাস্তায় জড়ো হন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিপরীত দিকে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির জন্য জড়ো হয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ শুরু হয়।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×