ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

ঢাবি এলাকার রাস্তা সংস্কার

আবু আখের সৈকত, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৮:১৩, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ১৮:২৩, ২৫ জুলাই ২০২৫

ঢাবি এলাকার রাস্তা সংস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় ৭১ হল, কবি জসিমউদ্দীন হল এবং শেখ মুজিব হল পাশাপাশি অবস্থিত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এ জায়গাটি হলপাড়া নামে অধিক পরিচিত। চারটি হলে ছাত্রদের উল্লেখযোগ্য একটা অংশ আবাসিক শিক্ষার্থী হিসেবে রয়েছেন। দীর্ঘদিন ধরে হলপাড়া তথা, এই চারটি হলে যাওয়ার রাস্তাটি ভেঙে গিয়ে অবস্থা এতটাই খারাপ যে, শিক্ষার্থীদের মাঝে মধ্যেই সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও অন্যান্য যানবাহন কিংবা অসুস্থ শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য রাস্তাটি তেমন উপযুক্ত নয়।
অন্যদিকে একটু বৃষ্টি হলেই বিজয় একাত্তর হলের সামনের রাস্তাটায় পানি দিয়ে টইটুম্বুর হয়ে যায়। ক্যাম্পাস থেকে হলে ফেরার একমাত্র পথ হওয়ায় এতে বিপাকে পড়তে হয় বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও শেখ মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের। এছাড়াও শেখ মুজিব হলর পকেট গেট দিয়ে শাহবাগ, কাঁটাবন, হাতিরপুল এলিফ্যান্ট রোড যাওয়ার বাইপাস রাস্তা ব্যবহারকারী ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীদেরও এতে চলাফেরা করতে বিড়ম্বনায় পড়তে হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে ইতোপূর্বে এ ব্যাপারে দাবি তুললেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত রাস্তাটি সংস্কারের ব্যাপারে এখনো তেমন উদ্যোগ নিতে দেখা যায়নি। হলপাড়ার আবাসিক শিক্ষার্থীদের কথা বিবেচনাপূর্বক উক্ত রাস্তাটি সংস্কার এবং পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
 

প্যানেল/মো.

×