ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

ঝুঁকিপূর্ণ চলাচল

উম্মে সালমা, চট্টগ্রাম কলেজ

প্রকাশিত: ১৮:০৮, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ১৮:২৩, ২৫ জুলাই ২০২৫

ঝুঁকিপূর্ণ চলাচল

সড়কে ম্যানহোলের ঢাকনা না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। রাতের বেলায় কিংবা বৃষ্টির পানিতে রাস্তা তলিয়ে গেলে এই ঝুঁকির মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। রাস্তার মাঝে ও ফুটপাতে ঢাকনা না থাকায় মরণফাঁদে পরিণত হয় ঢাকনাবিহীন এই ম্যানহোলগুলো। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে আহত হয়েছেন পথচারীরা। স্থানীয়রা বাঁশের খুঁটি, কাপড় টানিয়ে সতর্কতা সংকেত দিলেও মারাত্মক ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে প্রত্যেক নগরের বাসিন্দাদের। ঢাকনা না থাকায় বৃষ্টির সঙ্গে মাটি ও ময়লা জমে ভরাট হয়ে তৈরি হচ্ছে জলাবদ্ধতার। ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব। বর্ষার আগে চুরি যাওয়া ঢাকনাগুলো পুনঃস্থাপন না করা হলে বড় ধরনের বিপদের আশঙ্কা দেখা দেয়। এক সূত্রে জানা যায়, জলাবদ্ধতা প্রতিরোধে ফেব্রুয়ারি মাস থেকে ওয়ার্ড পর্যায়ে পর্যায়ে ড্রেনের পাইপ লাইন পরিষ্কার করার টেন্ডারভিত্তিক অনুমতি দেওয়া হয়ে থাকে। ঢাকনার লক ঠিকমতো না লাগালে এ সুযোগে চোরের দল রাতে লক নড়বড়ে থাকা ঢাকনা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, একেকটি ঢাকনা ৮-২৮ ইঞ্চি পর্যন্ত কয়েকটি সাইজের হয়। এর ওজন ৪৫-৫৫ ও ১৪৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। সরকারি সম্পত্তি বলে এগুলো চোরেরা অল্প দামে ঢালাই কারখানায় বিক্রি করে দেয়। ম্যানহোলের ঢাকনা চুরি বন্ধ হলে, ভাঙা ঢাকনা সঙ্গে সঙ্গে মেরামত করা হলে, পথচারীরা নিশ্চিন্তে চলাচল করতে পারবে। পথচারীরা ম্যানহোলে পড়ে যাওয়ার আশক্সক্ষা থেকে মুক্তি পাবে। এ বিষয়টা তদারকি করার জন্য কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। 

প্যানেল/মো.

×