ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পত্রিকা পাঠের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা

নবাব শাহজাদা

প্রকাশিত: ২০:১০, ৮ মে ২০২৫

পত্রিকা পাঠের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা

পত্রিকা পাঠ আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস হিসেবে বিবেচিত হতে পারে। প্রতিদিনের ঘটমান ঘটনাবলি সম্পর্কে সচেতন থাকা এবং বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা রাখার জন্য পত্রিকা পাঠের বিকল্প নেই। এটি শুধু যে খবর জানার একটি মাধ্যম তাই নয়, বরং জ্ঞানের ভাণ্ডার হিসেবে প্রতিনিয়ত আমাদের বুদ্ধিবৃত্তিক উন্নয়নে ভূমিকা রাখে। পত্রিকার মাধ্যমে দেশী-বিদেশী রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ও খেলাধুলার সর্বশেষ তথ্য জানা যায়, যা একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য অপরিহার্য।শিক্ষার্থীদের জন্য পত্রিকা পাঠ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি একদিকে যেমন সাধারণ জ্ঞান বৃদ্ধি করে অন্যদিকে ভাষাজ্ঞান ও শব্দভাণ্ডার সমৃদ্ধ করে। নিয়মিত পত্রিকা পড়ার ফলে একজন শিক্ষার্থী তার লেখার দক্ষতা বাড়াতে পারে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে। তাছাড়া পত্রিকায় ছাপা হওয়া নানা মতামত ও কলাম পাঠকের চিন্তাশক্তিকে জাগ্রত করে এবং বিশ্লেষণ ক্ষমতা গঠনে সহায়তা করে।
পত্রিকা শুধু তথ্য জানায় না বরং সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে জনমত গঠন করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাহায্য করে। সাংবাদিকতা একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গণতন্ত্রকে সুদৃঢ় করতে সহায়তা করে। আর সে কারণে পত্রিকার ভূমিকা একান্ত অপরিহার্য। তথ্যপ্রযুক্তির এই যুগে অনলাইন পত্রিকাও জনপ্রিয় হয়ে উঠেছে, যা আমাদের হাতের মুঠোয় জগৎকে পৌঁছে দিচ্ছে। তবে ছাপা পত্রিকার আবেদন এখনো অটুট রয়েছে। বই পড়ার মতোই পত্রিকা পড়ার মধ্যেও রয়েছে এক ধরনের আনন্দ এবং মনোযোগ। তাই প্রতিদিন নিয়ম করে পত্রিকা পড়া আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত।
পত্রিকা পাঠের মাধ্যমে একজন মানুষ সামাজিক ও নৈতিক মূল্যবোধে শিক্ষিত হয়। পত্রিকায় প্রকাশিত বিভিন্ন মানবিক ঘটনা পাঠকের হৃদয়ে প্রভাব ফেলে এবং তাকে মানবিক করে তোলে। সহানুভূতি ও সহমর্মিতা জাগিয়ে তোলে, যা সমাজে একটি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। ফলে পত্রিকা পাঠ কেবল জ্ঞান নয় বরং মানবিক গুণাবলি বিকাশেও সহায়ক ভূমিকা পালন করে।
পত্রিকা পাঠ কেবল ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়, বরং সমাজ ও জাতির উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। একটি সচেতন সমাজ গড়ে তুলতে হলে এর সদস্যদের জ্ঞান ও তথ্যসমৃদ্ধ হতে হবে। আর সেই পথেই আমাদের নিয়ে যেতে পারে নিয়মিত পত্রিকা পাঠের অভ্যাস।

লেখক : শিক্ষার্থী, ঢাকা কলেজ
[email protected]

প্যানেল

×