ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

ব্যাটারিচালিত রিক্সা

প্রকাশিত: ১৯:৪৮, ৪ নভেম্বর ২০২৪

ব্যাটারিচালিত রিক্সা

.

তীব্র যানজট অধু্যূষিত রাজধানী ঢাকার নতুন যন্ত্রণা ও দুর্ভোগের নাম ব্যাটারিচালিত রিক্সামনুষ্যচালিত রিক্সার তবু একটি পৌরসভার টোকেন নম্বর থাকে, যদি সেটি অবৈধ না হয়তবে ব্যাটারিচালিত রিক্সাগুলোর এর বালাই নেইলাইসেন্সবিহীন এসবের চালকদেরও তেমন দক্ষতা তথা প্রশিক্ষণ আছে বলে মনে হয় নাবর্তমানে অবস্থাদৃষ্টে প্রতীয়মান হয় যে, ঐতিহ্যবাহী মনুষ্যচালিত রিক্সার চেয়ে ব্যাটারিচালিত রিক্সাই সমধিকরাজধানীর বাইরে ছোট-বড় শহর, গ্রাম-গঞ্জের কথা তো বলাইবাহুল্যদেশের প্রায় সর্বত্রই ব্যাটারিচালিত রিক্সা ও ভ্যানের প্রাবল্য ও অপ্রতিহত দাপট লক্ষ্য করা যায়নামও সব বিচিত্র- অটো, ভটভটি, নসিমন, করিমন, আলমসাধু আরও কত কি স্থানীয় নামনির্মাণে তেমন খরচও নেইসাধারণ মানের মিস্ত্রিরা বিদ্যুচালিত মোটর সংযোজন করে বিভিন্ন আকার-আকৃতির ছোট-বড় অবকাঠামো নির্মাণ করে দেয়চলে বিদ্যুতের চার্জেওজনেও হালকা পাতলা

লাইসেন্স ও প্রশিক্ষণবিহীন এসব চালক রাস্তায় চলাচলের কোনো নিয়মকানুন জানে না, মানেও নাপ্রায়ই চলে যায় বিপথেডান-বাম, ছোট গাড়ি, বড় গাড়ি, সড়ক-মহাসড়ক কিছুই মানে নাঅধিকাংশ ব্যাটারিচালিত রিক্সাই প্রায় ব্রেকবিহীনফলে যে কোনো মুহূর্তে যেখানে সেখানে ঘটে দুর্ঘটনাবর্তমানে সারাদেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিক্সাঅথচ এরা রাস্তার নিয়ম-কানুন অথবা ট্রাফিক পুলিশ কারও পরোয়া করে নাযেমনি বেপরোয়া, তেমনি বিপজ্জনক

কিছুদিন আগে রাজধানীর শাহবাগে মনুষ্যচালিত রিক্সা চালকদের রাস্তা অবরোধ করতে দেখা গেছে ব্যাটারিচালিত রিক্সা নিষিদ্ধ করার দাবিতেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে মূল সড়কে ব্যাটারিচালিত রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলএর প্রতিবাদে তারা রীতিমতো ক্ষোভ-বিক্ষোভসহ রাস্তা অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিভিন্ন সরকারি স্থাপনায়এক পর্যায়ে তকালীন সরকার নমনীয় হয়ে রাজধানীর অলি-গলিতে ব্যাটারিচালিত রিক্সা চলাচলের অনুমতি দেয়তবে কিছুদিন না যেতেই তারা পুনরায় বেপরোয়া হয়ে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর রাজপথএতে একদিকে যেমন জানমালের নিরাপত্তাসহ সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে, অন্যদিকে তীব্র যানজটসহ অপচয় হচ্ছে মূল্যবান বিদ্যুতেরতাই সময় এসেছে ঢাকাসহ বড় শহরগুলোতে অবিলম্বে ব্যাটারিচালিত রিক্সা নিষিদ্ধ ঘোষণা করাএর পাশাপাশি আপাতত রাজধানী ঢাকায় মনুষ্যচালিত রিক্সাও পর্যায়ক্রমে তুলে দেওয়া বাঞ্ছনীয়। 

জনভারাক্রান্ত ঢাকার অবস্থা এমনিতেই বেসামালমানুষের যাতায়াতের জন্য সে তুলনায় সড়ক-মহাসড়ক খুবই অপ্রতুলতদুপরি গণপরিবহনের সংখ্যা অনেক কমরাজধানীতে নিবন্ধিত মোটরযানের মধ্যে মাত্র ১০ শতাংশ গণপরিবহনপ্রাইভেট কারের সংখ্যা অনেক বেশিব্যক্তিগত গাড়ির অনুপাতে বাড়ছে না গণপরিবহনএর বাইরেও রয়েছে রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা, ভ্যানগাড়ি, মোটরসাইকেল ইত্যাদিতদুপরি ঢাকা দীর্ঘদিন থেকে রাজধানী হিসেবে গড়ে উঠলেও ট্রাফিক ব্যবস্থা সেকেলেএক্ষেত্রে আদৌ কোনো উন্নতি ও অগ্রগতি হয়নিঅ্যানালগ পদ্ধতিতে আর যাই হোক, আধুনিক শহর গড়ে তোলা যায় নাএখন সময় এসেছে রিক্সা, অটো, ব্যাটারিচালিত রিক্সা ইত্যাদির পরিবর্তে বড় ও    সুপরিসর গণপরিবহনের সংখ্যা বাড়িয়ে রাজধানী ঢাকাকে যানজট মুক্ত আধুনিক শহর হিসেবে গড়ে তোলা

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে