ত্রাণসামগ্রী বিতরণ
ত্রাণসামগ্রী বিতরণের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যাঁরা শহর বা বড় সড়কের কাছে থাকেন, তাঁদের কাছেই বেশি ত্রাণসামগ্রী পৌঁছায়। এর ফলে এক এলাকার মানুষ বেশি পান, আরেক এলাকার মানুষ বঞ্চিত থাকেন। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের এ বিষয়েও খেয়াল রাখতে হবে। দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টা করতে হবে।
অনেক স্বেচ্ছাসেবী দুর্গত এলাকায় গেছেন উদ্ধার তৎপরতা, পরিবেশ রক্ষা ও ত্রাণ কার্যক্রমে, তাঁদেরও নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখতে হবে। পানি নেমে গেলে হতাহতের সংখ্যা, মৃত পশু পাখি নির্দিষ্টস্থানে মাটিচাপা দিয়ে পরিবেশকে সুরক্ষা করাটা খুবই জরুরি ও জনগণের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার দিকে সরকারকে মনোযোগ দিতে হবে। বন্যাপরবর্তী সহায়তা ও পুনর্বাসনের দিকে গুরুত্ব দিতে হবে।
একটা বিষয় আমাদের আশান্বিত করে, সেটি হলো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সক্রিয় উদ্যোগ। শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী, সাধারণ মানুষ; ধর্মীয়-রাজনৈতিক-সামাজিক সংগঠন দলে দলে দুর্গত মানুষকে সহায়তা করছেন। অবশ্যই আমাদের অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সেবা করার মনোভাবের মাঝে একটু সতর্কতাও অবলম্বন করতে হবে।
চারদিকে পানি থাকার কারণে পোকামাকড়, সাপ, জীবজন্তু একটু শুকনা জায়গা পেলে আশ্রয় নিতে থাকে। সর্বশ্রেণির মানুষদের আহ্বান করছি আবেগ দিয়ে নয় বরং বিবেক, বুদ্ধি ও ভবিষ্যতের কথা চিন্তা করে মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে। নিজেকে সুস্থ না রেখে কিভাবে মানুষের কল্যাণে কাজ করবেন সে বিষয়ে খেয়াল রাখাটাও জরুরি।
ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে ত্রাণসামগ্রী সংগ্রহ করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা ও ত্রাণকাজে সক্রিয় ভূমিকা রাখছেন। যেকোনো দুর্যোগে মানুষ মানুষের পাশে ছুটে যায়-এটিই এ দেশের অন্যতম সৌন্দর্যতম বৈশিষ্ট্য।
কিন্তু মানুষে রুচি দেখে অবাক হই হাজার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নিঃস্বার্থভাবে। কিন্তু কিছু লোক দেখানো সাহায্য করা মানুষ আত্মতুষ্টিতে সন্তুষ্ট। দুঃখের বিষয় হলো মানুষকে দান করার সময়ও ঢাক-ঢোল পিটিয়ে, সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। সেই সব অসুস্থ মস্তিষ্কের ভাই-বোনদের বলতে চাই বন্যাকবলিত মানুষগুলো পরিস্থিতির শিকার। তাদের আত্মসম্মানের প্রতি সকলের দৃষ্টি রাখা চাই। বন্যা শেষে সবাই নিরাপদে ঘরে ফিরুক, সেটিই আমাদের কামনা।
বনানী, ঢাকা থেকে