ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

তাদের নাম লেখা রবে অশ্রুজলে

ড. জাহাঙ্গীর আলম

প্রকাশিত: ২০:৫৭, ১১ আগস্ট ২০২৪

তাদের নাম লেখা রবে অশ্রুজলে

.

গত ৮ আগস্ট দায়িত্ব নিয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার।  ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে পারিপার্শ্বিক পরিবেশঅফিসে, বিপণিবিতানে মানুষের পদচারণা বৃদ্ধি পাচ্ছেরাস্তাঘাটে বাড়ছে যান চলাচলগত কয়েক সপ্তাহের অস্থিরতা থেকে মুক্তি পেয়ে এখন অনেকটা স্বস্তির নিশ্বাস ফেলছে দেশের সাধারণ মানুষবাজারে নিত্যপণ্যের দাম হ্রাস পাচ্ছেপাড়া-মহল্লায় চুরি, ডাকাতি, লুণ্ঠন ও নৈরাজ্য কমে গেছেক্রমে জননিরাপত্তার উন্নতি হচ্ছেশান্তি ফিরে আসছে জনজীবনে

মানুষের জানমালের নিরাপত্তা বিধান, শান্তি ও অর্থনৈতিক স্বস্তি এখন আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকারদলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সুরক্ষা নিশ্চিত করতে হবেভয় ও সামাজিক চাপমুক্ত একটি পরিবেশ গড়তে হবেএখনো আমাদের পাড়ায়-মহল্লায় ছাত্র-ছাত্রীরা দলবেঁধে পাহারা দিচ্ছেপথের ময়লা পরিষ্কার করছেরাজপথে যানবাহন নিয়ন্ত্রণ করছেবাজার মনিটরিং করছেএ অবস্থা হয়তো খুবই সাময়িকঅচিরেই অনানুষ্ঠানিক বিভিন্ন দায়িত্ব ছেড়ে ছাত্র-ছাত্রীরা তাদের পড়ার টেবিলে ফিরে যাবেপ্রাতিষ্ঠানিকভাবে নিয়ন্ত্রিত হবে সামাজিক শৃঙ্খলাডাকাতি, নাশকতা, অতর্কিত আক্রমণের শঙ্কা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষযত তাড়াতাড়ি জনজীবনে স্বস্তি ফিরে আসবে, ততই সফল হবে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা

অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে সূচিত হয়েছে স্বপ্নের এক নতুন অভিযাত্রা১৯৭১ সালের পর এত হত্যা, এত সম্পদহানি আর কখনো হয়নিবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের বুক পেতে গুলি নেওয়ার দৃশ্য যেমনি মানুষকে কাঁদিয়েছে, তেমনি তাদের উদ্দীপ্ত করেছে ও প্রেরণা জুগিয়েছে সর্বাত্মক আন্দোলনেবুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতবরণ করে নিয়েছেন শত শত ছাত্র-জনতামন্ত্রের সাধন করার জন্য তারা শরীরের পাতন ঘটিয়েছেএটি এক বড় ধরনের অভ্যুত্থানএর আগে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছিল ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের জন্যএবার সংঘটিত হলো বাংলাদেশের দ্বিতীয় গণঅভ্যুত্থানঅনেকে একে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা বলে আখ্যায়িত করছেনআক্ষরিক অর্থে এই শব্দগুলোর ব্যবহার বিভ্রান্তিকর৭১-এর মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তারাই শুধু বলতে পারেন তার ভয়াবহতা ও নৃশংসতা ছিল কত বেশিকত ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছিল এই বাংলাদেশেযারা তখন জন্মগ্রহণ করেনি বা যারা তখন বিদেশে অবস্থান করছিল তাদের পক্ষে তা অনুধাবন করা সম্ভব নয়এদেশের বীর বাঙালিরা মুক্তিযুদ্ধ করেছে ওই একবারইগণঅভ্যুত্থান অতীতে হয়েছে, এবারও হলোপ্রয়োজনে ভবিষ্যতেও হয়তোবা হবেতাতে যারা আত্মাহুতি দিয়েছে এবং দেবে তাদের নাম লেখা রবে অশ্রুজলে

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসদেশে-বিদেশে তিনি একজন খ্যাতিমান পুরুষতার খ্যাতির মতো কীর্তিও অনেক বেশিবিগত সরকারের আমলে তিনি অনেক বিব্রত হয়েছেন, কষ্ট ভোগ করেছেনএখন তিনি বাংলাদেশের সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছেনতাকে প্রধান উপদেষ্টার দায়িত্বে নিয়ে আসায় বহির্বিশ্বেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবেতার উপদেষ্টা পরিষদে ২/৩ জন মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি আছেনসরকারের আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় তারা বেশ সহায়ক হবেনতবে উপদেষ্টাম-লীর অনেক সদস্যই বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থা থেকে এসেছেননিঃসন্দেহে তারা সরকার পরিচালনায় অনেক অভিজ্ঞতা অর্জন করবেনবিগত সরকারের আমলে সংসদে ও মন্ত্রিসভায় অধিকাংশ সদস্য ছিলেন ব্যবসায়ীতারা দায়িত্ব গ্রহণ করার পরও তাদের শ্রেণি চরিত্র বিসর্জন দিতে পারেননিযে কারণে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন ও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নিপরিণামে দারুণ কষ্ট ভোগ করেছেন দেশের সাধারণ মানুষফলে বিগত সরকারের প্রতি তাদের ক্ষোভ বেড়েছেসেদিক থেকে বর্তমান উপদেষ্টাম-লীর চেহারা ভিন্নসুতরাং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাজার নিয়ন্ত্রণে তাদের পক্ষে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে

নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণগত দুই বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কাল অতিক্রম করে আসছে বাংলাদেশগত জুন মাসে সমাপ্ত বছরের গড় মূল্যস্ফীতির হার ছিল প্রায় পৌনে ১০ শতাংশইতোমধ্যে দেশের মুদ্রা ও রাজস্বনীতিতে কিছু পরিবর্তন এসেছেকিন্তু তাতে তেমন ইতিবাচক প্রভাব রাখা সম্ভব হয়নিব্যাংকগুলোর ওপর মানুষের আস্থা কমখেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি এবং অর্থ আত্মসা ও পাচারের কারণে অনেক ব্যাংক লাটে ওঠার উপক্রমছোট আমানতকারীগণ তাদের নিরাপত্তার কথা ভেবে ছুটে বেড়াচ্ছেন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকেসরকারের রাজস্ব আহরণের পরিমাণ কমআর্থিক খাতের সংস্কার ও ভালো ব্যবস্থাপনা ছাড়া অবস্থার উন্নয়ন সম্ভব নয়বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক্ষেত্রে বড় অবদান রাখার সুযোগ আছে

কোভিড-১৯, প্রাকৃতিক দুর্যোগ, ক্রমাগত যুদ্ধবিগ্রহ ও সামাজিক অস্থিরতার কারণে আমাদের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বিনষ্ট হয়েছেসাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে এর মাত্রা বৃদ্ধি পেয়েছেশাটডাউন, কমপ্লিট শাটডাউন, সন্ত্রাস, হত্যা, ধ্বংসযজ্ঞ, কার্ফু এবং জেল-জুলুমের কারণে মানুষের মনোজগতে বিরূপ প্রভাব পড়েছেবেড়েছে বেকারত্ব বেড়েছে খেটে খাওয়া মানুষের দুর্ভোগএক হিসাবে দেখা যায় সাম্প্রতিক অস্থিরতায় সরাসরি আর্থিক ক্ষতি হয়েছিল লাখো কোটি টাকার বেশিএর সঙ্গে আছে পরোক্ষ ক্ষতিবিদেশের সঙ্গে ব্যবসায়িক সুনাম ও ভাবমূর্তি হারানো একটি গুরুত্বপূর্ণ বিষয়এ অবস্থা থেকে দ্রুত উত্তরণ দরকার

আমাদের কল-কারখানা ও কৃষিতে উপাদন বৃদ্ধি করা দরকারদৈনন্দিন কাজে মানুষের আস্থা ও আগ্রহ ফিরিয়ে আনা দরকারগত দুই বছর ধরে অর্থনীতির বিভিন্ন খাতে তেমন সুখবর ছিল নাব্যতিক্রম ছিল কৃষি খাতক্রমাগত উপাদন বৃদ্ধির কারণে খাদ্য নিরাপত্তা অনেকটাই নিশ্চিত ছিলবিদেশ থেকে চাল  আমদানি করতে হয়নিতবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতনের কারণে অন্যান্য কৃষিপণ্যের আমদানি নিয়ন্ত্রণ করতে হয়েছেফলে বাজারে কিছুটা সরবরাহ সংকট এবং খানিকটা উপকরণের মূল্য বৃদ্ধিজনিত কারণে পণ্যমূল্য ভোক্তাদের ক্রয়সীমা ছাড়িয়ে গেছেএর সঙ্গে করপোরেট সংস্কৃতি ও বাজার সিন্ডিকেট মানুষকে অনেক ভোগান্তিতে ফেলেছেসামনের দিনগুলোতে উপাদন বাড়াতে হবেপ্রতি ইউনিট উপাদন খরচ কমাতে হবেএখন দেশে রোপা আমনের উপাদন মৌসুম চলছেদেশে রাসায়নিক সারের সংকটডলার সংকটের কারণে আমদানি হচ্ছে বাধাগ্রস্তদেশের সার কারখানাগুলোতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের অভাবে উপাদন বাধাগ্রস্ত হচ্ছেদ্রুত এর প্রতিকার দরকারনতুবা বর্তমান আমন ও সামনের বোরো মৌসুমেও এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে

কৃষি ও শিল্প পণ্যের উপাদন বৃদ্ধি, নিত্যপণ্যের আমদানি হ্রাস, রপ্তানি সম্প্রসারণ, রেমিটেন্স আয় বৃদ্ধিবৈদেশিক মুদ্রা রিজার্ভের পতন ঠেকানো এবং ক্রমাগতভাবে টাকার মানে অবচয় রোধ করা আমাদের আসন্ন অগ্রাধিকারএর জন্য জনজীবনে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরিআইনশৃঙ্খলা বাহিনীকে দেশের জনগণের বাহিনী হিসেবে পাশে থাকা, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করা এবং সরকারি কর্মচারীদের জনকল্যাণে নিয়োজিত থাকার পরিবেশ তৈরি করার এখনই উপযুক্ত সময়একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে এখনইসবচেয়ে বড় বিষয় হচ্ছেÑ সুশিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করানতুন সরকার দেশের জনগণের কল্যাণে ও কষ্ট লাঘবে পাশে থাকার এবং জনআকাক্সক্ষা বাস্তবায়নের জন্য কাজ করার দৃশ্যমান অগ্রগতি প্রদর্শনে সক্ষম হলে আত্মসুখ অনুভব করবে দেশের সাধারণ মানুষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটিয়েছেএসেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারতাই নতুন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশাসকল প্রকার আর্থিক ও সামাজিক বৈষম্য পরিহার করে একটি অন্তর্ভুক্তিমূলক কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য যে সময় দরকার তা এ সরকারের নেইতবে তার শুভ সূচনা এখনই হতে পারেযে সংবিধানের শপথ নিয়ে এ সরকার ক্ষমতা গ্রহণ করেছে সে সংবিধানেই সরকারের স্থায়িত্বকাল বলে দেওয়া আছেএকটি সংসদ ভেঙে দেওয়ার পর নতুন সংসদ নির্বাচনের সময় নির্ধারিত করে দেওয়া আছে আমাদের সংবিধানেতা মানতে হবেরাষ্ট্র মেরামতের বৃহত্তর দায়িত্ব অর্পণ করতে হবে আগামী দিনের নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপরকারণ, জনসংশ্লিষ্টতা ও দায়বদ্ধতা থাকে কেবল নির্বাচিত প্রতিনিধিদেরইইতোমধ্যে দেশের ছাত্ররা এক বড় পরিবর্তন সাধন করেছেভবিষ্যতে এর সুবিধাভোগী হবে তারাইএদেশ পরিচালিত হবে তাদেরই মাধ্যমেএখন তাদের ফিরে যেতে হবে পড়ার টেবিলেমেধা ও মননে তারা গড়ে উঠবে উত্তম নাগরিক হিসেবেএকাত্তরের মুক্তিযুদ্ধ শেষে আমরা অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়েছিলামপড়াশোনায় মনোনিবেশ করেছিলামনব্বই-এর গণঅভ্যুত্থান শেষেও ছাত্ররা রাজপথ ছেড়ে চলে গিয়েছিল তাদের শ্রেণিকক্ষেতবে এত বড় পরিবর্তনের কারিগর যে ছাত্ররা তারা সব সময়ই সরকারের ব্যবস্থাপনার বিষয়ে উসুক ও সংশ্লিষ্ট থাকতে পারেআশা করি, দেশের জনগণ এবারের অভ্যুত্থানে ছাত্রদের অবদান যথার্থভাবে মূল্যায়ন করবেপ্রত্যেকটা হত্যার বিচার হবেআহতদের সুচিকিসা ও পুনর্বাসনের সুব্যবস্থা হবেনিহত ও আহতদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা নিতে হবে

আমরা ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অনেক প্রতিশ্রুতি দেইসুন্দর ভবিষ্য বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করিপ্রকৃতপক্ষে তার অনেকখানিই বাস্তবায়ন করতে পারি নাগণতন্ত্র ও মানবিক মূল্যবোধ সম্পর্কে অনেক কথা আমরা অহরহই শুনি, কিন্তু তার বাস্তব প্রতিফলন প্রায়ই দেখতে পাই নাগণতন্ত্রের লেবাস পরে এদেশে অনেক সরকার এসেছেকিন্তু কালক্রমে তা রূপ নিয়েছে স্বৈরতন্ত্রেক্ষমতার মোহ কোনো কোনো মানুষকে এতই আকর্ষণ করে যে, তা ছাড়তে চায় না অনেকেইছলে-বলে-কৌশলে তা আঁকড়ে ধরে রাখতে চায়তার পরিণতি হয় দুঃখজনকক্রমেই সরকার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েতার সাজানো ক্ষমতার বলয় তাসের ঘরের মতো ভেঙে যায়সম্প্রতি শেখ হাসিনার সরকারের পতন থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করিআমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, তারচেয়েও সংক্ষিপ্ত আমাদের কর্মকালএ সময়ের মাঝে যত বেশি সম্ভব জনকল্যাণে কাজ করা উচিতজনগণের সুখ-শান্তির জন্য কাজ করে তাদের মাঝে নন্দিত হওয়ার চেষ্টা করা উচিত

বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষকে রক্ষা করাই হবে তার সরকারের প্রধান কাজজনগণের পাশে থেকে তাদের সুখ-শান্তির জন্য কাজ করা এবং তাদের রক্ষা করার মতো বড় প্রতিশ্রুতি আর কিছু হতে পারে নাতাঁর সঙ্গে রয়েছে দেশের সতেরো কোটি মানুষআছে লাখ লাখ ছাত্র ও যুবকতাদের তিনি সংগঠিত করবেননেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এক স্বপ্নের পথযাত্রায়তাতে নাগরিক জীবনে উন্নতির ছোঁয়া লাগবেসমৃদ্ধ হবে দেশনতুন সরকারের কাছে এই আমাদের প্রত্যাশা

 লেখক : কৃষি অর্থনীতিবিদ, গবেষক ও শিক্ষাবিদ

×