ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

অস্থির অপরাধ জগৎ

প্রকাশিত: ২০:১২, ২৪ সেপ্টেম্বর ২০২৩

অস্থির অপরাধ জগৎ

.

ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজধানী ঢাকাসহ দেশের অপরাধ জগৎ। এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাস, চাঁদাবাজি রাজনৈতিক কারণে সক্রিয় হতে দেখা যাচ্ছে কারাবন্দি, জামিনপ্রাপ্ত, পলাতক বিদেশে অবস্থানকারী শীর্ষ সন্ত্রাসীদের। অবৈধ বৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহারে ঘটছে হতাহতের ঘটনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশঙ্কা- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য শীর্ষ সন্ত্রাসীদের মাঠে নামানো হতে পারে।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিজি প্রেসের কাছে গত ১৮ সেপ্টেম্বর রাতে প্রাইভেটকার থামিয়ে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে গুলিবিদ্ধসহ তিনজন আহত হওয়ার ঘটনায় ফের আলোচনায় এসেছে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের বিষয়টি। দীর্ঘ ২৬ বছর কারাদন্ড ভোগ করে সম্প্রতি মুক্তি পায় শীর্ষ সন্ত্রাসী তারেক সাঈদ মামুন। আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন এখনো বন্দি জেলখানায়। আন্ডারওয়ার্ল্ডের এই দুই শীর্ষ সন্ত্রাসীর মধ্যে বিরোধ দেখা দেয় কারাগারের অভ্যন্তরেই। এই বিরোধের অস্থিরতা ছড়িয়ে পড়ে রাস্তায়। ঘটনায় একজন নিরীহ পথচারী আইনজীবী পরামর্শক গুরুতর আহত অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন। ঢাকার আন্ডারওয়ার্ল্ড যে আবার অশান্ত হয়ে উঠেছে ঘটনা তার প্রমাণ। শুধু ইমন মামুন নয়, ঢাকার বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারের জন্য আন্ডারওয়ার্ল্ডের সদস্যরা আবার সক্রিয় হয়ে উঠেছে।ক্যাসিনো অভিযানেরপরে আন্ডারওয়ার্ল্ডের অনেক সদস্য গ্রেপ্তার হওয়ার পর তাদের একটি বড় অংশ নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্ত বর্তমানে নির্বাচন ঘনিয়ে আসার আগ মুহূর্তে তারা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

জাতীয় নির্বাচনের আগে সন্ত্রাসী তৎপরতা সব সময় বাড়তে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সক্রিয় সন্ত্রাসীদের তালিকা। সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানোরও পরিকল্পনা রয়েছে। দেশে শীর্ষ সন্ত্রাসীদের রাজত্ব এখন প্রায় নেই বললেই চলে। শীর্ষ সন্ত্রাসীসহ নানা ধরনের অপরাধীরা বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছে। তাদের সহযোগীরাই দেশে অবস্থান করে চালিয়ে যাচ্ছে নানা অপরাধমূলক কর্মকান্ড বর্তমানে বাংলাদেশ পুলিশ শতভাগ না হলেও বহুলাংশেই ডিজিটাল আধুনিক হয়ে উঠেছে। দেশের থানাগুলোকে সংযুক্ত করা হয়েছে সর্বাধুনিক তথ্যপ্রযুক্তি ডাটাবেজের আওতায়। অপরাধ তদন্ত, ময়নাতদন্ত, অপরাধী শনাক্তকরণেও ব্যবহার হচ্ছে ডিএনএ-ফরেনসিক বিশ্লেষণসহ আধুনিক বিজ্ঞান প্রযুক্তি। স্বল্পসময়ে অপরাধীরা ধরাও পড়ছে। আসন্ন নির্বাচনে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেই লক্ষ্যে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশকে মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার আইনের শাসনের প্রতি গুরুত্ব দিতে হবে সমধিক।

×