ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সামাজিক ব্যাধি

মোঃ মুকতাদির

প্রকাশিত: ২০:৫৫, ১০ আগস্ট ২০২২

সামাজিক ব্যাধি

সামাজিক ব্যাধি

মাদক বর্তমানে এক বিরাট সামাজিক সমস্যায় পরিণত হয়েছেউচ্চবিত্ত, মধ্যবিত্ত থেকে শুরু করে সমাজের বিত্তহীন মানুষ পর্যন্ত এখন মাদকের নেশায় আসক্তবাংলাদেশে অনেক আগে থেকেই ফেনসিডিল, হেরোইন, গাজা, আফিম ক্রয়-বিক্রয় ও সেবন হতোবর্তমানে এর সঙ্গে যুক্ত হয়েছে ইয়াবা এবং বিভিন্ন প্রকার আরও ভয়ানক নেশাসম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে এক অভিনব ক্রিমিনাল

যিনি নিজেকে মাদকবিজ্ঞানী বলে পরিচয় দিচ্ছেন! ব্যাপারটা শিউরে ওঠার মতো বটেএই ব্যক্তি তার মেধাকে কাজে লাগিয়ে দেশকে ধ্বংসের ফর্মুলা তৈরি করেছেন তাতে সন্দেহ নেইএমনিতেই দেশের একটা উল্লেখ সংখ্যক মানুষ ছোট-বড় বিভিন্ন রকম  নেশায় আক্রান্ততার উপর এই বিজ্ঞানী তার বাড়িতে যেসব মাদকের বীজ বপন করেছেন, তাতে দেশটা মাদকের আঁতুড়ঘরে পরিণত হতে সময় লাগবে নাজানি না এর মত আরও বিজ্ঞানী দেশে আছে কি না?

দেশকে মাদকের থাবা থেকে বাঁচাতে আমাদের এখনি পদক্ষেপ গ্রহণ করতে হবেসরকার ইতোমধ্যেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেবিভিন্ন সময়ে মাদক বিক্রেতা এবং মাদকসেবীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটকও হচ্ছেমাদক নির্মূলে এমন কঠোর অভিযান অব্যাহত রাখতে হবে

পাশাপাশি মাদক সরবরাহকারী, আমদানিকারী গডফাদারদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবেযত্রতত্র পাড়ার দোকানে সিগারেট, বিড়ি বিক্রি বন্ধ করতে হবেমাদক থেকে তরুণ-তরুণীদের দূরে রাখতে সামাজিক প্রচার-প্রচারণা বাড়াতে হবেবন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে পিতা-মাতাকে সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে

 

জয়পুরপাড়া, বগুড়া থেকে

×